E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীনগরে মাদ্রাসা সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন 

২০২৫ জুন ২৯ ১৮:৩১:৪১
শ্রীনগরে মাদ্রাসা সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন 

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আব্দুর রাহিম মোল্লার অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  ২৯ জুন রবিবার সকাল ১১টায় মাদ্রাসার সম্মুখে সচেতন এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এই আব্দুর রাহিম মোল্লা এলাকায় একক প্রভাব বিস্তার করে আসছিলেন। তার বিরুদ্ধে স্থানীয় জনগণের ওপরে প্রভাব খাটানো, ভয়ভীতি দেখানো এবং বিএনপির মিছিল-মিটিংয়ে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।

এছাড়া তিনি বিএনপির নেতা-কর্মীদের ওপরও নানাভাবে চাপ সৃষ্টি করতেন। তাই বর্তমান এডহক কমিটির সভাপতির পদ থেকে আমরা তার অপসারণের দাবি জানাই। মানববন্ধনে পাটাভোগ ইউনিয়নের একাধিক গ্রামের ছাত্র, যুবক, জনপ্রতিনিধি, অভিভাবগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আব্দুর রাহিম মোল্লা অত্র মাদ্রাসার পাশের গ্রাম উত্তর পাইকশা এলাকার মোল্লা বাড়ীর স্থায়ী বাসিন্দা।

(এআই/এএস/জুন ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test