E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির বিশাল বাঘাইড়, দাম ৬২ হাজার টাকা

২০২৫ জুন ২৯ ২৩:২৫:৫৬
পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির বিশাল বাঘাইড়, দাম ৬২ হাজার টাকা

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের পদ্মা নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে বিরল ও বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ, যার ওজন প্রায় ৪২ কেজি। স্থানীয় বাজারে এই মাছ বিক্রি হয় ৬২ হাজার টাকায়।


শনিবার (২৮ জুন) দিবাগত রাতে চরভদ্রাসন উপজেলার হাজার বিঘার চর এলাকায় এই বাঘাইড় মাছটি ধরা পড়ে আদু শেখ নামের এক জেলের বড়শিতে। এরপর রবিবার সকালে মাছটি চর হাজীগঞ্জ বাজারে নিয়ে আসা হলে, তা দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

মাছটি আড়তে নিলামে উঠলে, স্থানীয় ১৮ জন মিলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৬২ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে তারা মাছটি ১৮ ভাগে ভাগ করে নেন।

ক্রেতাদের একজন মো. বাবুল শেখ জানান, "এত বড় বাঘাইড় মাছ এই বছর প্রথম দেখা গেলো। ওজন প্রায় ৪২ কেজি। আমরা সবাই মিলে মাছটি কিনেছি।"

এ বিষয়ে ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার বলেন, "খাবারের খোঁজে বা প্রজনন মৌসুমে বাঘাইড় ধরা পড়া স্বাভাবিক। বন্য প্রাণী সংরক্ষণ আইনে বাঘাইড় ধরা দণ্ডনীয় হলেও মৎস্য সংরক্ষণ আইনে বড় মাছ ধরার বাধা নেই। ছোট মাছ ও ঝাটকা ধরার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে।"

স্থানীয় জেলেরা জানান, সম্প্রতি পদ্মা নদীতে পানি বাড়ায় বিভিন্ন প্রজাতির বড় মাছ যেমন রুই, কাতলা, বোয়াল ও পাঙাশও ধরা পড়ছে, তবে এত বড় বাঘাইড় এই প্রথম।

(ডিসি/এএস/জুন ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test