E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে এইচএসসি পরীক্ষায় ভুল সেটে পরীক্ষা গ্রহণ, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি ও শোকজ

২০২৫ জুন ২৯ ২৩:৩০:১৩
নড়াইলে এইচএসসি পরীক্ষায় ভুল সেটে পরীক্ষা গ্রহণ, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি ও শোকজ

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলা শহরের প্রাণকেন্দ্র লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় ৪র্থ সেটের পরিবর্তে ২য় সেটের প্রশ্নে পরীক্ষা নেয়া হয়েছে। পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎকন্ঠা ও ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে পরীক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে এসে ভীড় জমায় এবং ক্ষোভ প্রকাশ করে। 

এদিকে দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট কেন্দ্র সচিবসহ দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি ও শোকজ করেছে যশোর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। পাশাপাশি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা নেয়া প্রশ্নপত্রেই খাতা মুল্যায়ণ করা হবে বলে জানিয়েছেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ঘোষণা অনুযায়ী রবিবার (২৯ জুন) সকাল ১০টা হতে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রে পরীক্ষায় ৫৬০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় বোর্ডের নির্দেশনা ছিলো ৪নং সেটে পরীক্ষা গ্রহণের। কিন্তু ভুলবশতঃ লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি
কলেজ কেন্দ্রের ২ সেটে পরীক্ষা নেয়া হয়।

পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা বাইরে এলে অন্য কলেজের শিক্ষার্থীদের সাথে দেখা হলে তারা প্রশ্ন মেলায়। তখন সেটের ভিন্নতার কারণে বিভ্রান্তিতে পড়ে। একপর্যায়ে পরীক্ষাথী ও অভিভাবকরা যাচাই-বাছাই করে জানতে পারেন লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রশ্নের সেট পবির্তন হয়েছে। এঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজে এসে এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কতৃপক্ষ বিষয়টি নিয়ে বেকায়দায় পড়েন। এসময় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।

লোহাগড়া সরকারি আদর্শ কলেজের এইচএসসি পরীক্ষার্থী হাসিবুল হাসান অভিযোগ করে বলেন, ভুল সেট পরীক্ষা নেওয়ার ঘটনাটি পরীক্ষা শেষ হলে কিছুক্ষণ পর জানতে পারি। বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। আমাদের উত্তরপত্রের বিষয়ে কি হবে-তা নিয়েও আমরা চিন্তিত।

এ বিষয়ে কেন্দ্র সচিব ও লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাসের সাথে কথা বলার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয় নাই।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রিয়াদ জানান, লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস এবং ট্যাগ অফিসারের দায়িত্বে ছিলেন লোহাগড়া উপজেলা সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম। তাদের দায়িত্বহীনতার বিষয়ে যশোর শিক্ষাবোর্ডকে জানানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রণ প্রফেসর আব্দুল মতিন বলেন,‘ পরীক্ষার্থীদের যাতে কোন ক্ষতি না হয় সে বিষয়টি বিবেচনা করে যে সেটে পরীক্ষা নেয়া হয়েছে, ওই সেটের প্রশ্ন দিয়েই খাতা মুল্যায়ণ করা হবে। এছাড়া দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস ও ট্যাগ অফিসার লোহাগড়া উপজেলা সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলামকে দায়িত্ব হতে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে তাদের কারণদর্শানো নোটিশ পাঠানো হয়েছে।আগামীতে যাতে ভালোভাবে পরীক্ষা সম্পন্ন করা যায় সে ব্যাপারে আরো সতর্কতা অবলম্বন করা হবে।’
(আরএম/এএস/জুন ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test