E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ 

২০২৫ জুন ২৯ ২৩:৪৩:০০
নড়াইলে কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের বিরুদ্ধে ঘুষ দাবি, হেনস্তা ও ডিলারশিপ বাতিলের হুমকির অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কাছে লিখিত অভিযোগ করেছেন মেসার্স আরাফাত ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং বিএডিসির সার ও বীজ ডিলার শেখ জামিল আহমেদ।

রবিবার (২৯ জুন) দুপুরে জেলা প্রশাসক বরাবর এ অভিযোগ দায়ের করেন জামিল আহমেদ। তিনি অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি মূল্যে সার ও বীজ সরবরাহ করে আসছেন। কিন্তু প্রতি চালানে কৃষি কর্মকর্তার স্বাক্ষরের জন্য যেতে হলে মোটা অঙ্কের ঘুষ দাবি করা হয়। ঘুষ না দিলে তাকে হেনস্তা করা হয় এবং ডিলারশিপ বাতিলের হুমকি দেন ইভা মল্লিক।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি ডিলারশিপ বাতিল করে আরেক ব্যবসায়ী সামিউল ইসলামকে সেটি দেওয়ার শর্তে ১ লাখ টাকা ঘুষ দাবি করা হয়। সামিউল ইসলাম বলেন, "আমি ৭০ হাজার টাকা নিয়ে গেলে কৃষি কর্মকর্তা তা ফিরিয়ে দেন এবং বলেন, ‘১ লাখ টাকার নিচে ডিলারশিপ দেওয়া হবে না।’"

এছাড়া জামিল অভিযোগ করেন, "সাবেক সরকার আমলে নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তা রাজনৈতিক বিভাজনমূলক আচরণ করে। আমাকে বিএনপির লোক বলেই টার্গেট করছেন। আওয়ামী লীগপন্থি ব্যবসায়ীদের ডিলারশিপ দেওয়ার পাঁয়তারা করছেন। এমনকি গোপনে নিজের পছন্দের লোকজনকে সার বিক্রির নির্দেশ দেন।"

তিনি আরও বলেন, “অনিয়মে সায় না দেওয়ায় আমার বিরুদ্ধে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, এমনকি সরকারি রেজিস্টারে স্বাক্ষর দিতেও অস্বীকৃতি জানান।”

অভিযোগ বিষয়ে জানতে চাইলে কৃষি কর্মকর্তা ইভা মল্লিক অভিযোগ অস্বীকার করে বলেন, “জামিল মৌসুমি ব্যবসায়ী। তিনি নিয়ম না মেনে মাল তোলেন ও তা নড়াইলে বিক্রি করেন। আমি তাকে স্থানীয় কৃষকদের কাছে সরবরাহের নির্দেশ দিয়েছি। এজন্যই তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন।”

নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. জসীম উদ্দীন জানান, অভিযোগটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(আরএম/এএস/জুন ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test