E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে নিউমার্কেটের সামনে অবৈধ হকার উচ্ছেদ ও যানজট নিরসনের দাবিতে ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান

২০২৫ জুন ৩০ ১৫:০৮:১৭
ফরিদপুরে নিউমার্কেটের সামনে অবৈধ হকার উচ্ছেদ ও যানজট নিরসনের দাবিতে ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সরকারি তিতুমীর বাজার নিউমার্কেট এলাকার সামগ্রিক পরিবেশ ও ব্যবসায়িক স্বার্থ রক্ষায় অবৈধ হকার উচ্ছেদ ও যানজট নিরসনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা। সোমবার (৩০ জুন) এ দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর প্রশাসকের বরাবর পৃথকভাবে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা আবুল কালাম আজাদ বাদশাহ, মোশাররফ হোসেন হুমায়ুন, রেজাউল করিমসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।

বক্তারা বলেন, ফরিদপুর সরকারি তিতুমীর বাজার জেলার অন্যতম পুরাতন ও ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার ক্রেতা এখানে কেনাকাটার জন্য আসেন। কিন্তু সাম্প্রতিক সময়ে নিউমার্কেটের সামনের ফুটপাতে অবৈধ দোকানপাট স্থাপন, বেইলি ব্রিজ থেকে জনতা ব্যাংক মোড়, ফলপট্টি, থানা রোডসহ পুরো এলাকার চলাচলের পথ দখল করে ফেলেছে। এর ফলে মারাত্মক যানজট সৃষ্টি হচ্ছে এবং মার্কেটের ব্যবসায়ীরা নিজেদের পণ্য মার্কেটের ভেতরে ঢোকাতেও হিমশিম খাচ্ছেন।

তারা আরও জানান, অবৈধভাবে ফুটপাত দখলের ফলে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে নারী পথচারীরা চরম হয়রানি ও ইভটিজিংয়ের শিকার হচ্ছেন। পকেটমার ও ছিনতাইয়ের ঘটনাও বাড়ছে। ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে চলাচলের জন্য পরিবেশ নিশ্চিত না করলে তারা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সমস্যা সমাধানের আহ্বান জানান এবং জানান, দাবি পূরণ না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে, সকাল থেকে কর্মসূচির অংশ হিসেবে নিউমার্কেট এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রাখা হয়।

(ডিসি/এএস/জুন ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test