E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য স্থানীয় সমাধান ও পরিষেবা তৈরিতে কর্মশালা 

২০২৫ জুন ৩০ ১৯:২৩:৪২
ফরিদপুরে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য স্থানীয় সমাধান ও পরিষেবা তৈরিতে কর্মশালা 

দিলীপ চন্দ, ফরিদপুর : জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দিনদিন উদ্বেগজনকভাবে বাড়ছে। চলতি বছরেই নতুন করে প্রায় ২৪ লাখ মানুষ গৃহহীন হয়েছেন, ঝুঁকির মধ্যে রয়েছেন আরও এক কোটি ৯০ লাখ। এই বাস্তবতা মোকাবিলায় স্থানীয় পর্যায়ে করণীয় নির্ধারণে ফরিদপুরে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ কর্মশালা।

আজ সোমবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় "বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য স্থানীয় পর্যায়ে সমাধান ও পরিষেবা তৈরির" শীর্ষক কর্মশালা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর আয়োজনে এবং স্থানীয় উন্নয়ন সংস্থা রামরুর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ হলেও এর সবচেয়ে বেশি প্রভাব পড়ে স্থানীয় জনগণের উপর। বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সম্মিলিত ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।”

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম.এ. সামাদ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আলী আহসান, আইওএম-এর প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট মো. মেহেদি হাসান, রামরু উন্নয়ন সংস্থার প্রজেক্ট ম্যানেজার মো. আফজাল হোসেন, ডিস্ট্রিক্ট ম্যানেজার রায়হানা রহমান, এফডিএর উপদেষ্টা মো. আজহারুল ইসলাম, পরিচালক মো. ছাহের ইসলাম, ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আব্দুল আল মামুন এবং ব্লাস্ট-এর সমন্বয়কারী শিপ্রা গোস্বামী।

কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থা, এনজিও এবং স্থানীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মুক্ত আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুচ্যুতি এখন আর কোনো ভবিষ্যৎ আশঙ্কা নয়, এটি বর্তমানের কঠিন বাস্তবতা। এ সংকট শুধু ত্রাণ বা আশ্রয় ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রয়োজন সমন্বিত পরিকল্পনা—যেখানে প্রতিরোধ, অধিকার সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসনের বিষয়গুলো অগ্রাধিকার পাবে।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগগুলো স্থানীয় প্রশাসন ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।

(ডিসি/এসপি/জুন ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test