E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা অনুষ্ঠিত

২০২৫ জুলাই ০২ ১৫:২৯:৫৪
ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা অনুষ্ঠিত

দিলীপ চন্দ, ফরিদপুর : "পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি"—এই স্লোগানে ফরিদপুরে পালিত হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫। আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

আয়োজনটি যৌথভাবে করেছে ফরিদপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. মাহমুদুল হাসান, ফরিদপুর মডেল থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামসুজ্জামান এবং পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাঈদ আনোয়ার।

আলোচনা সভায় বক্তারা বলেন, বৃক্ষ আমাদের প্রাকৃতিক বন্ধু। এটি অক্সিজেন সরবরাহ করে, জলবায়ু সুরক্ষা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় সহায়ক। টেকসই উন্নয়নের জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। বক্তারা সবাইকে বৃক্ষরোপণ ও তার সঠিক পরিচর্যার জন্য উদ্বুদ্ধ করেন। পাশাপাশি বাসাবাড়ির আঙিনায় ফল, সবজি ও শাকসবজির চারা লাগানোর আহ্বান জানান।

আলোচনা শেষে একটি শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে।

মেলার শেষাংশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

(ডিসি/এএস/জুলাই ০২, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test