E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টিকিট কাটাকে কেন্দ্র করে সোনাতলায় রেল যাত্রীর সাথে টিটির হাতাহাতি

২০২৫ জুলাই ০২ ১৫:৪১:২৬
টিকিট কাটাকে কেন্দ্র করে সোনাতলায় রেল যাত্রীর সাথে টিটির হাতাহাতি

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়া সোনাতলায় বে-সরকারি লোকাল ট্রেনের যাত্রীর সাথে টিকিট কাটাকে কেন্দ্র টিটি ও যাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটি গত১ জুলাই মঙ্গলবার বিকেল ৫'৩০ মিনিটে শান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী বগুড়া ১৯আপ কমিউটার ট্রেনে সোনাতলা রেলওয়ে স্টেশনে ঘটেছে।

প্রত্যক্ষদর্শী একজন ট্রেন যাত্রী জানায়, ট্রেনটিতে প্রচন্ড ভীরের কারণে ওরা ৪জন যাত্রী ২জন করে ২বগিতে উঠে। পাশের বগিতে থাকাদের কাছে টিকিট দেখতে চান কর্তব্যরত টিটি।সে সময়ে তারা জানান আমাদের টিকিট পাশের বগিতে অবস্থানরতদের কাছে আছে। এতেই বাধ সাধে শুরু হয় কথাকাটাকাটি। এর একপর্যায়ে সোনাতলায় এসে ট্রেনটি থামলে তাদের নামতে বাঁধা দেন টিটি। কথা কাটাকাটি এর একপর্যায়ে রুপ নেয় হাতাহাতিতে।

স্থানীয়রা জানান, ক্রসিং এর জন্য লোকাল ট্রেনটি ২নং লাইনে এসে দাঁড়ানো মাত্রই হৈচৈ শুনতে পাই এরপর পর দেখা যায় দু'পক্ষের মধ্যে হাতাহাতি বেঁধেছে। তবে যাত্রীরা খুব বেশি না থাকলেও টিটিরা সবগুলোকে হাতাহাতি ও বাগ বিতন্ডায় জড়িত হতে দেখা যায়। জানাযায় গাইবান্ধার সাঘাটা উপজেলার দোয়াল গ্ৰামের চান্দু মিয়া তার মেয়ে ও জামাই সহ ৪জন চিকিৎসা শেষে বগুড়া থেকে সোনাতলার উদ্দেশ্যে ওই ট্রেনে উঠে। ট্রেনটিতে প্রচন্ড ভীড়ের কারণে দুভাগে বিভক্ত হয়ে পড়ে তারা। তাদের দাবি বগুড়া স্টেশন হতে টিকিট কেটেছেন তারা।

স্থানীয়রা জানান বর্তমান রেলওয়ে নিরাপদে ও কম ভাড়ায় সেই সাথে অল্প সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে দেয়। তবে বেসরকারি বা মালিকানায় পরিচালিত ট্রেনের টিটিদের আচার আচরণ সন্তোষজনক নয়। বেসরকারি ভাবে পরিচালনাকারীদের ব্যবহার সহনশীল হওয়ার পরামর্শ তাদের।

হাতাহাতির বিষয়টি নিশ্চিত করে বগুড়া কমিউটার লোকাল ট্রেনের ম্যানেজার হানিফ ইসলাম বলেন ওই যাত্রীদের টিকিট না থাকায় আমাদের টিটিআই টিকিট কাটতে বলেন তবে সে সময়ে তারা পাশের বগিতে থাকাদের কাছে টিকিট আছে বলে জানান কিন্তু তারা টিকিট দেখাতে ব্যর্থ হয়। তাদের কাছে টিকিট ছিলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন হয়তবা তারা মাঝপথে টিকিট কেটেছে।

সোনাতলা রেলওয়ে স্টেশন মাস্টার প্রসেন চন্দ্র মন্ডল জানান, (পিআরসি) ক্রসিং অর্থাৎ (একই দিক) ঢাকা থেকে ছেড়ে আসা আপ ৮০৯নং বুড়িমারী গামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ১নং লাইনে থ্রপাস হবে এবং ২নং লাইনে লোকাল ট্রেনে নেয়া হয়। বুড়িমারীর সাথে ক্রসিং নিয়ে ব্যস্ত থাকায় লোকাল ট্রেনটি চলে যাবার পরে লোকজনের মুখে জানতে পারলাম টিটি ও যাত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে বিষয়টি নিয়ে আমাকে কেউ জানায়নি।

(বিএস/এএস/জুলাই ০২, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test