E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু

২০২৫ জুলাই ০২ ১৬:২৯:২৭
ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু

ঈশ্বরদী প্রতিনিধি : ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন পাবনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পাবনা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু। 

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে জাকারিয়া পিন্টু অবিলম্বে মিথ্যা সংবাদ প্রত্যাহার এবং প্রকৃত সংবাদ প্রকাশের আটিমেটাম প্রদান করেন।

জাকারিয়া পিন্টু কতিপয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ধারাবাহিকভাবে মিথ্যাচার করে সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, ঈশ্বরদীর সাঁড়া ইসলামপাড়া বালুঘাটে নাটোরের শহিদুল মোল্লা ও কাকনের লোকজনের হামলা ভাঙচুর, লুটপাটসহ অস্ত্রের মহড়ার ভিডিও ফুটেজ ব্যবহার করে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এসব সংবাদ প্রকাশ করেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে স্ব স্ব মিডিয়াগুলো নিজ উদ্যোগে এসব মিথ্যা সংবাদ প্রত্যাহার এবং সংশোধনী প্রকাশ না করলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিএনপি নেতা পিন্টু আরও বলেন, পদ্মানদীর লালপুর এলাকার দিয়ার বাহাদুরপুর ও সাঁড়া বালুঘাটের সঙ্গে আমার কোন ব্যবসা নেই। বালুর ব্যবসার সাথে আমার কোন সম্পর্ক নেই। পদ্মানদীর ঈশ্বরদী সীমানায় বালু উত্তোলনের জন্য উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনির অনুমোদন রয়েছে। সাঁড়া বালুঘাটের তড়িয়া মহলের বৈধ ইজারদার মেহেদী হাসানসহ তার পার্টনাররা। গত ৫ জুন শহিদুল ও কাকন সশস্ত্র লোকজন নিয়ে সাঁড়ার ইসলামপাড়া বালুঘাটে হামলা চালিয়ে ভাঙচুর, গুলিবর্ষণ ও লুটপাট করে। তাদের এই হামলার ঘটনাটি সাঁড়াঘাটে থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। তাদের হামলার এসব ঘটনা একাধিক মিডিয়ায় প্রকৃত ও সত্য সংবাদ প্রকাশ করেছে। শহিদুল মোল্লা ষড়যন্ত্রমূলক সেই ভিডিও ফুটেজ ব্যবহার করে কতিপয় গণমাধ্যমকর্মীকে দিয়ে তাদের মিডিয়ায় সশস্ত্র লোকগুলোকে আমার এবং আমি নিজে জড়িত বলে মিথ্যাচার করে প্রচার করেছে।

জাকারিয়া পিন্টু দাবী করেন, আগামী সংসদ নির্বাচনে আমি ঈশ্বরদী-আটঘরিয়া আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি। একারণে আমার নিজদল বিএনপি’র স্থানীয় কিছু ব্যক্তি আমাকে হেয়-প্রতিপন্ন করতে আওয়ামী লীগের কাকন ও শহিদুলের সাথে আঁতাত করে লালপুর থানায় আমার নামে একটি চাঁদাবাজি মামলাও দায়ের করিয়েছে। মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে পিন্টু বলেন, যেসব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে সেগুলো স্ব-উদ্যোগে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারসহ সংশোধনী প্রচার ও প্রকাশ করতে হবে।

ঈশ্বরদী পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এসএম ফজলুর রহমান, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন সুমার খান, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির দুলাল, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, ইসলাম হোসেন জুয়েল, আমিনুর রহমান স্বপন, শামসুজ্জোহা পিপ্পু, আক্কাস আলী মেম্বার, সুলতান আলী বিশ্বাস টনি, নূরে আলম শ্যামল, আবু সাইদ লিটন, আনোয়ার হোসেন জুয়েলসহ দলীয়, অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/জুলাই ০২, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test