E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে প্রি-পেইড মিটার স্থাপন স্থগিত নয়, বাতিলের দাবিতে নেসকো অফিস ঘেরাও

২০২৫ জুলাই ০২ ১৭:১১:৩০
ঈশ্বরদীতে প্রি-পেইড মিটার স্থাপন স্থগিত নয়, বাতিলের দাবিতে নেসকো অফিস ঘেরাও

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম স্থগিত নয়, বাতিলের দাবিতে ঈশ্বরদীতে নেসকো অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২ জুলাই) সকালে সচেতন নগরবাসী ফোরামের ব্যানারে ঘেরাও, বিক্ষোভ মিছিল ও অফিস চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।

পখসভায় সভাপতিত্ব করেন ফোরামের আহব্বায়ক অধ্যাপক আ ফ ম রাজিবুল আলম ইভান। সঞ্চালনা করেন ফোরামের মুখ্য সংগঠক রাগীব হাসান রিজভী রেজা।

পথসভায় বক্তারা বলেন, ঈশ্বরদীর সর্বস্তরের সচেতন মানুষের আন্দোলনের কারণে ইতোমধ্যে প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা স্থগিত চাই না, এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে আমরা মাঠে নেমেছি। যতক্ষণ পর্যন্ত প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম বাতিল না করা হবে, ততক্ষণ আন্দোলন চলমান থাকবে। আমরা কোনো ভাবেই প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম মেনে নেব না। কারণ এতে কেউ উপকৃত হচ্ছেন না, বরং সাধারণ মানুষ শোষণ ও হয়রানি হচ্ছেন। গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত চার্জ, কমিশন ও সুদের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের কয়েক এলাকায় প্রিপেইড মিটার ব্যবহারে গ্রাহকদের বিড়ম্বনা ও আর্থিক হয়রানি হচ্ছে বলে খবর পাওয়া গেছে। বিদ্যুৎ একটি সরকারি সেবা খাত। সেবা খাতে সরকারি বিদ্যুৎ ব্যবহারের আগেই গ্রাহকদের টাকা কর্তন করে নেওয়ার বিষয়টি খুবই দুঃখজনক।

প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবিতে গত কয়েকদিন ধরে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল, বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, স্থানীয় বাসিন্দা, শিল্প ও বণিক সমিতি এবং সামাজিক সংগঠনগুলো আন্দোলন করছিলেন। এরই প্রেক্ষিতে গত ৩০ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ও উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে মিটার স্থাপন কার্যক্রম স্থগিত করা হয়। আন্দোলনকারীরা স্থগিত নয়, বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

(এসকেকে/এসপি/জুলাই ০২, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test