E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিন’

২০২৫ জুলাই ০৩ ১৬:৩৪:৪৭
‘সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিন’

শামীম হাসান মিলন, চাটমোহর : ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, 'দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতৃবৃন্দের কাছে একটি মেসেজ পাঠিয়েছেন। আগামী নির্বাচনে পাবনা-৩ আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিন কে দলীয় প্রার্থী হিসেবে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন। আসলে এখন আর কারো মতামতের সুযোগ নাই। তাই আহবান জানাবো তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিন। সকল মতভেদ ভুলে কৃষিবিদ তুহিন ভাইয়ের হাতকে শক্তিশালী করুন।'

গতকাল বুধবার বিকেলে পাবনার চাটমোহর উপজেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত আনন্দ মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে পাবনা-৩ আসনের দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনীত করায় তাকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

বিকেলে চাটমোহর পৌর সদরের দোলং এলাকা থেকে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি হাসপাতাল গেট হয়ে, থানা মোড় ও স্টার মোড় ঘুরে চাটমোহর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফুলচাঁদ হোসেন শামীম, যুগ্ম আহ্বায়ক জান্নাতুন নাঈম জুঁই, ছাইকোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব প্রমুখ।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, 'পাবনা-৩ আসনে চাটমোহর থেকে অনেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমি নিজেও মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আসলে ধানের শীষের মনোনয়ন দেয়ার এখতিয়ারটা দলের। দেশনায়ক তারেক রহমান যেটি সঠিক মনে করেছেন, সেটি আমাদেরকে মেনে নিতে হবে। তার যে চাওয়া, যে দিক নির্দেশনা, তার যে সিদ্ধান্ত, আমি মনে করি সেটি ফাইনাল সিদ্ধান্ত। এর উপরে এটি বিবেচনা করার আর কোনো সুযোগ নাই। এখনও যারা দূরে আছেন বা এটি নিয়ে দ্বিধা দ্বন্দ্বে আছেন, আমি বলবো খুব দ্রুত দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে হাসান জাফির তুহিন ভাইকে কিভাবে নির্বাচনে জয়লাভ করানো যায় আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়ান, ধানের শীষের জন্য কাজ করুন।'

রুমা বলেন, ‌'আজকে শুধু যে হাসান জাফির তুহিন কে পাবনা-৩ আসনে নির্বাচনের জন্য পাঠিয়েছেন, তা কিন্তু নয়। বিগত দিনগুলোতেও আমরা দেখেছি এক আসনের প্রার্থীকে অন্য আসনে নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। এটি নতুন কোনো নিয়ম নয়। ধারাবাহিক একটি প্রক্রিয়া। যোগ্য মনে করা হয়েছে বিধায় হাসান জাফির তুহিন কে পাবনা-৩ পাঠানো হয়েছে। এই আসনে যদি তার মতো যোগ্য কাউকে দল পেতো, তাহলে আমার মনে হয় না কৃষিবিদ তুহিনকে এখানে আনার প্রয়োজন হতো। এখন এটি মেনে নিয়ে সকল মতভেদ ভুলে গিয়ে তার হাতকে শক্তিশালী করা উচিত, ধানের শীষের হাতকে শক্তিশালী করা উচিত।’

(এসএইচ/এসপি/জুলাই ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test