E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে আ.লীগ পুনঃপ্রতিষ্ঠার গোপন প্রচেষ্টার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ

২০২৫ জুলাই ০৩ ১৯:১৫:৫৩
ফরিদপুরে আ.লীগ পুনঃপ্রতিষ্ঠার গোপন প্রচেষ্টার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে আওয়ামী লীগের একজন ‘দশর’ ও জনৈক বিশিষ্ট ব্যবসায়ীর নেতৃত্বে গোপনে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফরিদপুর মহানগর শাখা।

আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কাটপট্টি দলীয় কার্যালয় গিয়ে শেষ হয় এবং সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা উক্ত ব্যবসায়ীর ধরনের কার্যকলাপের সমালোচনা ও তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফরিদপুরে আর কোনো 'আওয়ামী দোসর'কে পুনর্বাসিত হতে দেওয়া হবে না। কেউ যদি ফরিদপুরের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করে, তবে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।

বক্তব্যে মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব গোলাম মোস্তফা মিরাজ বলেন, “চৌধুরী নায়েব ইউসুফের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ এবং তাদের সকল দোসরদের বিরুদ্ধে অবস্থান নেবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ফরিদপুর থেকে এই ষড়যন্ত্রকারীদের চিরতরে উৎখাত করবো।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল।

বক্তারা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান। পরে বিক্ষোভে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

(ডিসি/এসপি/জুলাই ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test