E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশা উপজেলা ও পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন 

২০২৫ জুলাই ০৫ ১৮:০১:২৭
পাংশা উপজেলা ও পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রাজবাড়ি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী দুই আসনের সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ নাসিরুল হক সাবুর ছোট ভাই, পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ আর মাহমুদুল হক রোজেন বলেন, আওয়ামী লীগের কোন মাদকসেবী, চাঁদাবাজ, সন্ত্রাসীরা যেনো বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে, চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই সময় তিনি বলেন দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ করা যাবে না।

তিনি আরও বলেন, আমরা এখানে একই মঞ্চে সকলেই সাবেক এমপি নাসিরুল হক সাবুর লোক এবং তার কাজ করে যাচ্ছি। আগামীতে ধানের শীষের মনোনয়ন যেই পাবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করব। তারেক রহমান দ্রুতই দেশে আসবেন এবং তার দিকনির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। আমাদের নেতা যে নির্দেশনায় দিক না কেন দলের স্বার্থে আমরা তা মাথা পেতে নেব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির নেতা মোঃ মুজাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা কলেজের সাবেক ভিপি বিএনপি নেতা হাবিবুর রহমান রাজা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এস এম মোক্তার কবির খান নান্নু সাবেক সংসদ সদস্য সদরুল আমিন হাবিব, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আইনুল হাবিব, পাংশা উপজেলা বিএনপির সহ সভাপতি বিধান কুমার বিশ্বাস, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম সরদার, পাট্টা ইউনিয়ন বিএনপি'র নেতা জহিরুল আলম মুরাদ, আরিফুল ইসলাম মিয়া টিপু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিকভাবে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার নেতাদের নিকট সদস্য ফরম তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

(একে/এসপি/জুলাই ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test