E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মামলার বাদী ও সমন্বয়কের স্ট্যাটাস 

নড়াইলে ৩০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হলো নাশকতা মামলার আসামি 

২০২৫ জুলাই ০৭ ১৮:৩০:০১
নড়াইলে ৩০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হলো নাশকতা মামলার আসামি 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় নাশকতার মাামলার এজাহারভুক্ত এক আসামীকে ৩০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের একজন কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার চেয়ে উক্ত নাশকতার মামলার বাদী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সমন্বয়ক কাজী ইয়াজুর রহমান বাবু তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেয়ার পর এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , গত বছরের ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে নড়াইল-২ আসনের সাবেক এমপি মাশরাফি বিন মুর্তজা, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন নিলু খানসহ ২৯০ জন আওয়ামী লীগের নেতা-কর্মীর নামে এবং আরো অজ্ঞাত ২০০ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি নাশকতার মামলা দায়ের করেন।

এ মামলার এজাহার ভুক্ত আসামি উপজেলার কাশীপুর ইউনিয়নের এড়েন্দা গ্রামের মো. জিল্লুর রহমানকে ৫ জুলাই রাতে লোহাগড়া থানার এএসআই ইলিয়াস হোসেন ও কনষ্টেবল কাদের মিয়া এড়েন্দা বাসস্ট্যান্ড থেকে আটক করেন। কিন্তুু আটক আসামীকে থানায় না এনে ওই কর্মকর্তা ও কনষ্টেবল পরস্পর যোগসাজশে আসামীর কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ঘুষ নিয়ে এবং আরও ১০ হাজার টাকা বকেয়া রেখে আসামী মো: জিল্লুর রহমানকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ মামলার বাদী ও সমন্বয়ক কাজী ইয়াজুর রহমান বাবুর।

মামলার বাদী ইয়াজুর রহমান বাবু তার নিজস্ব ফেজবুক পেজে এ ঘটনায় গত ৬ জুলাই রাতে একটি স্ট্যাটাস দিলে ঘুষ নিয়ে আসামী ছেড়ে দেওয়ার ঘটনাটি ফাঁস হয়ে পড়ায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

মামলার বাদী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার মূখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবুর ফেসবুকে স্ট্যাটাসটি তুলে ধরা হলো।

আসামি মো: জিল্লুর রহমান
পিতা: অজ্ঞাত
গ্রাম : এড়েন্দা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবুর দায়েরকৃত মামলার আসামী। তাকে লোহাগড়া থানার এসআই ইলিয়াস এবং তিনার সহযোগী টিম ০৫ জুলাই রাতে এড়েন্দা থেকে আটক ৪০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেন। ৩০,০০০ /- টাকা পরিশোধ করে বাকী ১০ হাজার টাকা রয়েছে।

লোহাগড়া থানার ওসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, বাকি ১০ হাজার টাকা আমার এক পরিচিত ভাইয়ের কাছে রেখে গেছে আসামি, টাকাটা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।

এ বিষয়ে নাশকতার মামলার বাদী ও ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মো : ইয়াজুর রহমান বাবু গণমাধ্যমকর্মীদের আরও জানান, এই ঘটনার বিরুদ্ধে তিনি আনুষ্ঠানিক অভিযোগ করবেন এবং বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন মহলে জানাবেন।

তবে অভিযুক্ত এএসআই ইলিয়াস হোসেনের সাথে তার ব্যবহৃত মোবাইলফোনে যোগাযোগ করা হলে ঘুষের টাকার বিষয়ে কোন মন্তব্য না করে তিনি বলেন, এ ঘটনায় চাকুরী থাকে কি না সন্দেহ ?

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন,' বিষয়টি আমার জানা নেই, তবে আমি তদন্ত করে দেখছি'।

এদিকে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, পুলিশের সঙ্গে এই ‘লেনদেনের’ খবর ফাঁস হওয়ায় আসামী মো: জিল্লুর রহমানের পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

(আরএম/এসপি/জুলাই ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test