E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনারগাঁ পৌর এলাকায় গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক 

২০২৫ জুলাই ০৭ ১৮:৪৩:০৯
সোনারগাঁ পৌর এলাকায় গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক 

নির্মল কুমার সাহা, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজা সহ চার মহিলাকে আটক করেছে পুলিশ। গত রবিবার (৬ জুলাই) দুপুরে সোনারগাঁ পৌরসভার টিপরদী এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- পৌর এলাকার মাদক সম্রাজ্ঞী সবুজা বেগম (৫৫), তার মেয়ে লিপি আক্তার (৩৫), তাদের সহযোগী পুতুল (৩৫) ও সপচান বেগম (৩৫) সহ মোট চারজন।

পুলিশ সূত্রে থেকে জানা যায়, পৌরসভার টিপরদী এলাকায় এসআই শহিদুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে সবুজা বেগম ও তার মেয়ে লিপি আক্তার এবং তাদের সহযোগী আরও দুইজনকে তার বসতঘর থেকে আটক করা হয়। এ সময় ঘর তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা যায়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

(এনকেএস/এসপি/জুলাই ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test