E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৫ দিনের রিমাণ্ড আবেদন 

সাতক্ষীরায় অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে গণধর্ষণ মামলায় দেলোয়ার হোসেন গ্রেপ্তার

২০২৫ জুলাই ০৭ ২০:০৯:০৫
সাতক্ষীরায় অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে গণধর্ষণ মামলায় দেলোয়ার হোসেন গ্রেপ্তার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙা গ্রামে মুরগি ও মাছের সমন্বিত খামারের কর্মচারীকে বেঁধে রেখে অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় দেলোয়ার হোসেন নামের এক আসামীকে র‌্যাব এর সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ সোমবার দুপুর দুটোর দিকে সাতক্ষীরার বাইপাস সড়কের বকচরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন সাতক্ষীরা সদরের পায়রাডাঙা গ্রামের রুহুল আমিনের ছেলে।

মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম জানান, গত ১৭ ম্যে দিবাগত রাত দুটোর দিকে সাতক্ষীরা সদরের পায়রাডাা গ্রামের রবিউল ইসলামের মুরগি ও মাছের সমন্বিত খামারের পুরুষ কর্মচারিকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও মুখ রেঁধে তার ৫ মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে গণধর্ষণ, নগদ টাকা ও সোনার গহনা লুটপাটের ঘটনায় ওই নারী বাদি হয়ে ১৮ মে তিনজনের নাম উল্লেখ করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন নির্যাতন আইন ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারাসহ পেনাল কোর্ডের ধারায় একটি মামলা দায়ের করেন। মামলায় দুইজন আসামীকে ইতিপূর্বে গ্রেপ্তার করে তাদের ডিএনএ টেষ্টের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর হত পহেলা জুন পাঠানো হয়। সোমবার দুপুর দুটোর দিকে শ্বশুরবাড়ি বাইপাস সড়কের বকচরা এলাকা থেকে মামলার অপর আসামী দেলোয়ার হোসেনকে র‌্যাব এর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমা- আবেদন জানিয়ে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা আদালতের পুলিশের উপপরিদর্শক বিশ্বজিৎ রায় জানান, মামলার নথি জজ কোর্টে থাকায় সোমবার দেলোয়ারের রিমাণ্ড শুনানির দিন নির্ধারণ করা যায়নি। নথি নিম্ন আদালতে এলে রিমা- শুনানীর দিন ধার্য করা হবে।

(ওএস/এসপি/জুলাই ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test