E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজারহাটে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

২০২৫ জুলাই ০৭ ২০:১৯:২৪
রাজারহাটে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা রেল সড়কের সুন্দরগ্রাম পুটিকাটা সড়কে ট্রেনের ধাক্কায় এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, রাজারহাট- তিস্তা রেল সড়কের সুন্দরগ্রাম পুটিকাটা যাওয়ার সড়কটিতে বেরিয়ার না থাকায় মানুষ হরহামেশায় ওই পথ দিয়ে যাতায়াত করে। সোমবার(৭জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তিস্তা থেকে রাজারহাটগামী ট্রেন আসার সময় সুন্দরগ্রাম পুটিকাটা সড়ক দিয়ে সাইকেল যোগে কৃষক নিবাস চন্দ্র সরকার (৪২) গরুর ঘাস কাটার জন্য রেললাইন পাড় হচ্ছিল। এ সময় রাজারহাটগামী ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে সাইকেলসহ নিচে পড়ে যায়। এলাকাবাসীরা তাকে গুরত্বর অজ্ঞান অবস্থায় রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরাত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত নিবাস চন্দ্র রাজারহাট সদর ইউনিয়নের সুন্দরগ্রাম পুটিকাটা গ্রামের বলাইচন্দ্র সরকারের ছেলে। গত এক মাসে ওই এলাকায় ৩জন ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লালমনিরহাট রেলপুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তাঁরা এসে ব্যবস্থা গ্রহণ করবেন।

(পিএস/এসপি/জুলাই ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test