E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভাঙা–ফরিদপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও সংস্কারের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০২৫ জুলাই ০৮ ১৩:৫৮:৩৭
ভাঙা–ফরিদপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও সংস্কারের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলায় ভাঙা–ফরিদপুর মহাসড়ক দ্রুত সংস্কার ও চার লেনে উন্নীত করার দাবিতে এক উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে শহরের পশ্চিম খাবাসপুরে অবস্থিত স্টার কাবাব রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এনামুল হাসান (ভিপি গিয়াস)। বক্তব্য রাখেন আবরার নাদিম ইতু, কাজী রিয়াজ, সোহেল রানা, সাংবাদিক শ্রাবণ হাসান, ওয়ালিদ হাসান, জিহাদুল ইসলাম রত্ন, সালমান রহমান পিয়াল, আজিম মাতুব্বর, জনি শেখ প্রমুখ।

বক্তারা বলেন, “পদ্মা সেতু চালুর পর ভাঙা–ফরিদপুর মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে। অতিরিক্ত ট্রাফিকের কারণে রাস্তার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, সাধারণ মানুষ পড়ছে প্রাণহানির মুখে।”

তাঁরা আরও বলেন, “শুধু সংস্কার নয়, সড়কটি চার লেনে উন্নীত করাই একমাত্র সমাধান। নিরাপদ চলাচলের স্বার্থে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে দৃষ্টান্তমূলক আন্দোলনের মাধ্যমে দাবির যৌক্তিকতা তুলে ধরা হবে।”

সভা থেকে আগামী ১৩ জুলাই ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে জেলা প্রশাসক ও সড়ক ও সেতু মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি প্রদান এবং পরবর্তী পর্যায়ে মহাসড়ক অবরোধ কর্মসূচি গ্রহণের কথাও জানানো হয়।

সভায় বক্তারা আন্দোলনের সফলতা নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।

(ডিসি/এএস/জুলাই ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test