E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টাঙ্গাইল জেলা কারাগারে মশক নিধন কার্যক্রম শুরু 

২০২৫ জুলাই ০৮ ১৪:০৮:১১
টাঙ্গাইল জেলা কারাগারে মশক নিধন কার্যক্রম শুরু 

সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : সম্প্রতি দেশের বিভিন্ন  স্থানে ডেঙ্গু , চিকুনগুনিয়া প্রভৃতি মশক বাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

কারা মহা-পরিদর্শকের নির্দেশনায় সারা দেশের ন্যায় টাঙ্গাইল জেলা কারাগারে মঙ্গলবার (৮ জুলাই) সকালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে।

টাঙ্গাইল পৌরসভার সহযোগিতায় ও কারাগারে কর্মরত সকল কর্মচারী ও তাদের স্কুল- কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও কারাবন্দীরাও স্বতঃস্ফূর্ত ভাবে এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

এসময় কারা অভ্যন্তরে ও বাহিরে ফগার মেশিন দিয়ে ঔষধ ছিটানোর পাশাপাশি মশার লার্ভা ধ্বংসের ঔষধও ছিটানো হয়।

এ সময় টাঙ্গাইলের জেল সুপার মোঃ শহিদুল ইসলাম, সহকারী সার্জন ডাঃ আবিবুর রহমান, জেলার মো: হাবীবুর রহমান ও অন্যান্য কর্মকর্তাসহ কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেল সুপার মোঃ শহিদুল ইসলাম বলেন, কারা মহা-পরিদর্শক মহোদয়ের নির্দেশনায় সারা দেশের ন্যায় টাঙ্গাইল জেলা কারাগারের ভেতর ও বাহিরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। কারা অভ্যন্তরে দায়িত্বরত কর্মকর্তা -কর্মচারী ও কারাবন্দীদের স্বাস্থ্য সুরক্ষায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

(এসএএম/এএস/জুলাই ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test