E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫

২০২৫ জুলাই ০৮ ১৯:১৫:০৫
পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫

রবিউল ইসলাম, গাইবান্ধা : ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গাইবান্ধার পলাশবাড়ীতে ঘরবাড়ীতে হামলা চালানোসহ ব্যাপক মারপিটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের মারপিটে ৫ ব্যক্তি আহত হয়েছে। আহতরা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি এজাহার দাখিল করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীখন্ডি গ্রামের কুদ্দুসের ছেলে রফিকুল ইসলামের সাথে একই গ্রামের মৃত ছলিম উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম, ওসমান মিয়ার ছেলে আহাদ মিয়া ও তাদের অনুসারিদের দীর্ঘদিন থেকেই পারিবারিক বিষয়াদী নিয়ে মনোমালিন্য চলে আসছিল। কয়েকদিন আগে ছাগলে সীম গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে রফিকুল ইসলামের বড় ভাই শফিকুল ইসলামের সাথে প্রতিপক্ষের লোকজনের তর্ক বিতর্ক হয়। এরই জের ধরে ৫ জুন সকালে আরিফুর, আহাদ মিয়া ও তাদের অনুসারিরা রফিকুল ও তার ভাই শফিকুল ইসলামের ঘর বাড়ীতে হামলা চালায়। এসময় কয়েকটি বাড়ীঘরের জিনিসপত্র তছনছ করে কয়েক লক্ষ টাকার ক্ষতিসাধন করে প্রতিপক্ষের লোকজন। এ সময় বাধা দিতে গেলে মারপিটের শিকার হোন রফিকুল, শফিকুল তাদের পিতা কুদ্দুস, জ্যাঠাতো ভাই এরশাদসহ বেশ কয়েকজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

রফিকুল ইসলাম জানান, আরিফুল তার লোকজন দীর্ঘদিন থেকেই বিভিন্ন বিষয়দী নিয়ে আমাদের সাথে ঝগড়া বিবাদ করে আসছে। সেদিন সামান্য বিষয়টি নিয়ে তারা যেভাবে আমাদের ঘরবাড়ীতে হামলা চালিয়েছে এতে অনেক ক্ষতি হয়েছে আমাদের। আমরা কোন মতে প্রাণে বেঁচে গেছি। এই হামলার বিচার চাই আমরা।

এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে ৭ জুন রাতে পলাশবাড়ী থানায় একটি এজাহার দাখিল করেছেন।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(আরআ/এসপি/জুলাই ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test