E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আইনজীবির বাড়ি দখল করে নিল ছাত্রদল নেতা

২০২৫ জুলাই ০৮ ১৯:৩১:৫৪
আইনজীবির বাড়ি দখল করে নিল ছাত্রদল নেতা

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : এক সিনিয়র আইনজীবির বাড়িদখল করে নিয়েছে এক ছাত্রদল নেতা ও তার সহযোগিরা। এসময় দখলকারীরা হামলা চালিয়ে ওই আইনজীবীর পরিবারের দুই সদস্যকে মারধর করেছে। বর্তমানে দখলকারীদের হুমকির মুখে আইনজীবি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের সিনিয়র আইনজীবি ও বরিশাল বিভাগের ঝালকাঠি পৌর শহরের কালিবাড়ী সড়কের বাসিন্দা অ্যাডভোকেট এসএম ফজলুল হক জানিয়েছেন, কালিবাড়ী সড়কের ২৮৯ নম্বর খাতিয়ানের ১৬৯৬ দাগের আট শতক জমিতে বসত ঘর নির্মাণ করে তিনি দীর্ঘদিন থেকে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন।

অ্যাডভোকেট ফজলুল হক অভিযোগ করে বলেন, একই এলাকার আনছার উদ্দিন হাওলাদারের ছেলে ঝালকাঠি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ তার সহদর জসিম হাওলাদার ও নাসির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে তাদের ভাড়াটিয়া ৪০/৫০জন লোক নিয়ে জোরপূর্বক তার বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর করে বাসা থেকে বের করে দেয়। একপর্যায়ে তারা ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে বাড়িঘর জবর দখল করে নিয়েছে। এসময় তাদের বাঁধা দিতে গিয়ে হামলায় তার (ফজলুল হক) ছেলে এসএম মনিরুজ্জামান ও শ্যালক কাজী হাফিজুর রহমান আহত হন।

আইনজীবি এসএম ফজলুল হক আরও জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিলে ছাত্রদল নেতা সালাউদ্দিন আহম্মেদ তাকেসহ পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছে। হুমকির মুখে আতঙ্কিত হয়ে তিনি (ফজলুল হক) পুরো ঘটনায় বিচার চেয়ে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হামলা চালিয়ে আইনজীবির বসত ঘর দখলের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে ঝালকাঠি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ বলেন, আমার পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল করা হয়েছিলো। আমার ভাইয়েরা পৈত্রিক সম্পত্তি থেকে দখলদার মুক্ত করেছেন। এ ঘটনার সাথে আমার কোন সম্পৃক্তা নেই।

তবে ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু আইনজীবির লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের তদন্ত করে সত্যতা পাওয়ার পর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করা হয়েছে।

(টিবি/এসপি/জুলাই ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test