E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

২০২৫ জুলাই ০৮ ১৯:৫৭:০৪
সাতক্ষীরায় ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সিভিল সার্জন এর কার্যালয়ের সামনে উক্ত কর্মসূচির আয়োজন করে। 

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে উক্ত কর্মসূচি পালন করা হয়।

সাতক্ষীরা জেলা হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সভাপতি মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন এসোসিয়েশনর সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন, তালা উপজেলার শাখার সভাপতি নুরে আযম, শ্যামনগর উপজেলা শাখার সভাপতি আনিস খোকন, কলারোয়া উপজেলা শাখার সভাপতি সেলিমুজ জামান, আশাশুনি উপজেলা শাখার সভাপতি সাইফুল্লাহ হাবিব, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার মন্ডলসহ আরো অনেকে।

অবস্থান কর্মসূচিতে বক্তরা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন। কিন্তু তারা এখনো অবহেলিত। সরকারি স্বীকৃতি ও প্রাপ্য মর্যাদা না পেয়ে তারা আজ ক্ষুব্ধ ও হতাশ। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার মাঠপর্যায়ে কাজ করে আসছি। অথচ আমাদের পেশাগত স্বীকৃতি ও সুযোগ-সুবিধা আজও নিশ্চিত হয়নি।

তারা আরো বলেন, অনতিবিলম্বে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধনপূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেড উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা আমাদের ন্যায্য দাবি, এগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে।

(আরকে/এসপি/জুলাই ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test