E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধোরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে 

২০২৫ জুলাই ০৯ ১৪:১৫:৩৪
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধোরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে জীবেশ বাড়ৈ নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে।

আজ বুধবার সকালে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন মারধরে আহত মনিরুজ্জামান উলুর জামাই শামিম শেখ।

অভিযুক্ত জীবেশ বাড়ৈ টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামিম শেখ বলেন, আমার শ্বশুর মনিরুজ্জামান উলু দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর এলাকায় খামার ও মাছের ঘেরের ব্যবসা করে আসছে। গত ১৮ জুন আমার শশুর মনিরুজ্জামান ও শ্যালক জুয়েল মোটরসাইকেল করে ঘের থেকে টুঙ্গিপাড়ার দিকে আসছিলো। তারা গোপালপুর এলাকার চাপড়াইল ব্রীজের উপর পৌঁছালে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রান্ত তালুকদার ও তার কয়েকজন সহযোগী তাদের পথরোধ করে। তখন পথ আটকানোর কারন আমার শ্বশুর জানতে চাইলে প্রান্ত বলেন আপনারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। কিন্তু আমাদের কোন সহযোগিতা করেন না। "আমরা বিএনপির লোক, তাই এখানে ব্যবসা করতে হলে আমাদের টাকা দিতে হবে।

শামীম বলেন, তখন আমার শ্বশুর ও শ্যালক তাদের চাঁদা দিতে না চাইলে তাদের সাথে বাগ-বিতণ্ডা বাঁধে। একপর্যায়ে ছাত্রদল নেতা প্রান্ত তাদের নেতা ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈকে ফোন দেয়। কিছু সময় পর জীবেশ নসিমনে করে এসে কয়েকজন লোক নিয়ে দেশীয় অস্ত্র সহ তাদের উপর হামলা করে। তখন আমার শ্বশুর মনিরুজ্জামান উলু গুরুতর আহত হয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

তিনি আরও বলেন, পরে টুঙ্গিপাড়া থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ। তখন আমরা গোপালগঞ্জ আদালতে মামলা করলে আদলত মামলাটি এফআইআর করার নির্দেশ দেন। বর্তমানে বিএনপি নেতা জীবেশ ও ছাত্রদল নেতা প্রান্ত একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছে। তাই প্রশাসনের কাছে আমরা এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে হেয় প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহল এসব কুৎসা রটাচ্ছে। মূলত এঘটনার জন্য আমি দ্বায়ী না। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

অভিযুক্ত প্রান্ত তালুকদারের মুঠোফোনে ফোন দেয়া হয়েছিল। তার ফোন বন্ধ পাওয়া গেছে। এ কারণে প্রান্ত তালুকদারের বক্তব্য পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ খোরশেদ আলম বলেন, আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

(টিবি/এএস/জুলাই ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test