E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এক দফা দাবিতে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন স্মারকলিপি প্রদান

২০২৫ জুলাই ০৯ ১৮:২৬:৪৭
এক দফা দাবিতে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন স্মারকলিপি প্রদান

দিলীপ চন্দ, ফরিদপুর : এক দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষার্থী হাসনাইন মাহমিদ।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ফরিদপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি (BIT) এর আদলে স্বতন্ত্র কমিশন গঠন’- এই এক দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. খালেদ সাইফুল্লাহ ও মঈন খান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কাজী ইজাহারুল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আমান উল্লাহ খান। এ সময় বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশাল সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো প্রতিষ্ঠালগ্ন থেকে প্রশাসনিকভাবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় এবং একাডেমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছে। কিন্তু দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও একাডেমিক কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়হীনতা প্রকৌশল শিক্ষার মানকে বিঘ্নিত করছে। এতে শিক্ষার্থীদের পেশাগত ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এক দফা দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে কর্মসূচি শেষ হয়।

(ডিসি/এসপি/জুলাই ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test