E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে হ্যামকো কোম্পানির কোটি টাকার লুন্ঠিত মালামালসহ ৯ ডাকাত গ্রেফতার 

২০২৫ জুলাই ০৯ ১৯:৫৭:৩৭
বাগেরহাটে হ্যামকো কোম্পানির কোটি টাকার লুন্ঠিত মালামালসহ ৯ ডাকাত গ্রেফতার 

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে হ্যামকো কোম্পানির লুন্ঠিত কোটি টাকার মালামালসহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বাগেরহাট জেলা পুলিশ মঙ্গলবার রাতে  বাগেরহাটের ফকিরহাট, চট্টগ্রাম ও ঢাকা থেকে এই ৯ ডাকাতকে গ্রেফতার করে। আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলসে বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে, ফরিদপুর সদরের আব্দুস সাত্তারের ছেলে স্বপন হোসেন (৩২), বরিশালের আগইলঝরা উপজেলার আদম আলী খানের ছেলে জলিল খান ওরফে মাসুদ (৪৫), রাজবাড়ী সদরের হোসেন আলীর ছেলে জয়নাল ফকির ওরফে জিয়া ফকির (৪৫), চাঁদপুরের মতলব উপজেলার সিদ্দিক মিনারের ছেলে ইকবাল হোসেন ওরফে সুমন (৩৫), ভোলার বোরহানউদ্দিন উপজেলা চান মিয়ার ছেলে আলা আমিন (৩৬), নোয়াখালীর সেনবাগ উপজেলার গোলাম সরোয়ারের ছেলে গোলাম মোতুজা (৩৬), চট্টগ্রামের সীতাকুন্ডু উপজেলার মাহমুদুল রহমানের ছেলে আশরাফুল ইসলাম (৩৫), খুলনার রূপসা উপজেলার ইব্রাহিম শেখের ছেলে রহমাত শেখ (৩৭) ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার ইউসুফ আলীর ছেলে আব্দুর রহমান (৪২ )।

সংবাদ সম্মেলনে জানান, গত ৪ রাতে বাগেরহাটের ফকিরহাটে এক দল ডাকাত নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে বেঁধে রেখে হ্যামকো কোম্পানিতে ঢুকে দুটি ট্রাকে ভরে কোটি টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন ফকিরহাট থানায় মাললা দায়েরের পর বাগেরহাটের ফকিরহাট থেকে দুইজনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে দুইজন ও ঢাকা থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। লুন্ঠিত কোটি টাকার মালমাল চট্টগ্রামের সীতাকুন্ডু থেকে উদ্ধার করা হয়।

(এস/এসপি/জুলাই ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test