E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে চরাঞ্চলের ১৩০ খামারি পরিবারের মাঝে হাঁস বিতরণ

২০২৫ জুলাই ০৯ ২৩:০৬:৩৯
ফরিদপুরে চরাঞ্চলের ১৩০ খামারি পরিবারের মাঝে হাঁস বিতরণ

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের নদীবেষ্টিত চরাঞ্চলের অসহায় নারী-পুরুষদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে হাঁস-মুরগি, ছাগল-ভেড়া পালনের কার্যক্রম হাতে নিয়েছে প্রাণীসম্পদ অধিদপ্তর।

সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নারী-পুরুষদের জন্য খামারের ঘর নির্মাণ এবং হাঁস-মুরগি ও ছাগল-ভেড়া বিতরণ করা হচ্ছে। বুধবার সকালে ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে ১৩০ জন নারী খামারির হাতে ১৩টি করে হাঁস তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমানসহ অনেকে।

জানা গেছে, সদর উপজেলার ডিক্রিরচর, নর্থ চ্যানেল, আলিয়াবাদ ও চরমাধবদিয়া ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকার ৫ হাজার ৮৩৬ জন হতদরিদ্র নারী-পুরুষকে পর্যায়ক্রমে এ প্রকল্পের আওতায় আনা হবে। প্রতিটি খামারের ঘরের জন্য ১২ হাজার টাকা ব্যয়ে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি দুই দিনের প্রশিক্ষণও দেওয়া হয়েছে উপকারভোগীদের।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান জানান, “প্রকল্পের মাধ্যমে বাছাই করা খামারিদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে হাঁস-মুরগি, ছাগল-ভেড়া দেওয়া হচ্ছে। এতে তারা স্বাবলম্বী হয়ে সংসারে নতুন করে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারবে।”

এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়ে জানান, এ ধরনের সহায়তা বাস্তবিক অর্থেই তাদের জীবনে পরিবর্তন আনবে।

(ডিসি/এএস/জুলাই ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test