E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শতাধিক পরিবারের জলাবদ্ধতা নিরসন করেছে প্রশাসন

২০২৫ জুলাই ০৯ ২৩:২৩:৫৭
শতাধিক পরিবারের জলাবদ্ধতা নিরসন করেছে প্রশাসন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পানিবন্দী শতাধিক পরিবারের জলাবদ্ধতা নিরসন করেছে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন। ঘটনাটি ওই উপজেলার চাঁদশী ইউনিয়নের নরসিংহলপট্টি গ্রামের।

গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় প্রভাবশালী মজিবর রহমান খালে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেওয়ায় গ্রামের শতাধিক পরিবার চরম বিপাকের মধ্যে পড়ে যায়। তাকে (মজিবর) একাধিকবার বলা সত্ত্বেও তিনি বাঁধ অপসারণে রাজি হয়নি। কয়েকদিনের টানা বর্ষনে জলাবদ্ধতা আরো চরম পর্যায়ে পৌঁছলে বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিত ভাবে জানানো হয়। এরপরই মঙ্গলবার বিকেলে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন আসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন সহ থানা পুলিশের সদস্যরা। পরে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় খালের বাঁধ কেটে দিয়ে শতাধিক পরিবারকে জলাবদ্ধতা থেকে মুক্ত করা হয়।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি স্যারের নির্দেশনায় খালের বাঁধ কেটে দেওয়া হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

(টিবি/এএস/জুলাই ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test