E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০ 

আহত

২০২৫ জুলাই ১০ ১৬:৪৪:৫৮
নড়াইলে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০ 
আহত

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে কুকুরে কামড়িয়ে আহত করে। আহতদের নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নড়াইলের সীমান্তবর্তী গঙ্গারামপুর গ্রামে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৩ জন আহত হয়। এরা হলো ওই গ্রামের ইমরান (৪০) মফিজ ফকিরের ছেলে তানভির রহমান (৮), শিমুলের ছেলে সামিউল (৮)। এছাড়া নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকার রাসেল মিয়ার ছেলে আবু রায়হান (৫), রাসেল মিয়ার স্ত্রী লাইজু বেগম (২২), একই এলাকার ফসিয়ার রহমানের স্ত্রী জেলেখা বেগম (৫০), জাহির মোল্যার ছেলে ইমন মোল্যা (১৬), আবু সাঈদের ছেলে চঞ্চল মোল্যা (৩২), মনিরুল ইসলামের মেয়ে রাবেয়া (৫), পৌরসভার ভওয়াখালী এলাকার কবির হোসেনের স্ত্রী রেশমা বেগমকে (৪০) কুকুরে কামড়িয়ে আহত করেছে। আহতরা সকলেই নড়াইল জেলা হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছে।

নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ সুপ্রীতি নন্দী লক্ষ্মী জানান, পাগলা কুকুরের কামড়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কিছু রোগী চিকিৎসা নিয়েছে।

(আরএম/এএস/জুলাই ১০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test