E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে ৫ ইউনিট চালু, উৎপাদন ২১২ মেগাওয়াট

২০২৫ জুলাই ১০ ২০:০৪:৩৪
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে ৫ ইউনিট চালু, উৎপাদন ২১২ মেগাওয়াট

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) ৫টি ইউনিট। এই ৫টি ইউনিট হতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ১২ মেগাওয়াট।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে এর ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বুধবার (৯ জুলাই) রাত ৮ টায় এই কেন্দ্রের ৫টি ইউনিট এর মধ্যে একসাথে ৫টি ইউনিট চালু করা হয়েছে। যা হতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে সর্বমোট ২ শত ১২ মেগাওয়াট।

তিনি আরোও জানান, ৫টি ইউনিট মধ্যে ১ নং ও ২ নং ইউনিট হতে প্রতিটি ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট এবং ৩,৪ ও ৫ নং ইউনিট হতে প্রতিটি ৪০ মেগাওয়াট করে ১ শত ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীদের সাথে যোগাযোগ করা হলে তাঁরা জানান, বেশ কয়েকদিন ধরে রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন জায়গায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে রাঙ্গামাটি কাপ্তাই লেকে ঘণ্টায় ঘণ্টায় পানি বৃদ্ধি পাচ্ছে। আর পানি বৃদ্ধির ফলে পানির উপর নির্ভরশীল এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।

তাঁরা আরোও জানান, গতকাল বুধবার (৯ জুলাই) রাত ৮ টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৯৬.৪১ ফুট মীনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এসময় লেকে পানি থাকার কথা ৮৫.২৮ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই লেকে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল।

প্রসঙ্গত: ২ শত ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রে ৫ টি ইউনিট পানির জন্য এতদিন একসাথে চালু করা সম্ভব হয় নাই। চলতি বছরের ২ জুন হতে এতদিন এই কেন্দ্রের ৪ টি ইউনিট চালু করা হলেও গতকাল বুধবার রাত ৮ টায় একযোগে চালু করা হলো ৫ টি ইউনিট। তবে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা।

(আরএম/এসপি/জুলাই ১০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test