E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাংলা ব্লকেডের এক বছর, ফরিদপুরে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

২০২৫ জুলাই ১১ ০০:৫১:২৩
বাংলা ব্লকেডের এক বছর, ফরিদপুরে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলা ব্লকেডের এক বছর পূর্তি উপলক্ষে "জুলাই এলায়েন্স অফ ফরিদপুর"–এর উদ্যোগে ফরিদপুরে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি পদযাত্রা শেষে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জনি বিশ্বাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলা শাখার সদস্য এনামুল চৌধুরী, রিয়াজুল ইসলাম, শাহ মোহাম্মদ আরাফাত, হাসিবুল হাসান, ও এনামুল হক। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “১০ জুলাই ২০২৪ সালে সরকারি রাজেন্দ্র কলেজ থেকে আমাদের ছাত্র আন্দোলনের সূচনা হয়। আমরা সাধারণ ছাত্র হিসেবে বলতে চাই, আগামীতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন—তাদের প্রতি আমাদের আহ্বান, যেন তারা ক্ষমতার অপব্যবহার না করেন। জনগণকে উপেক্ষা করে নিজেদের প্রভাব বিস্তারের অপচেষ্টা না করেন।”

তারা আরও বলেন, “সংগঠনের সাথে যুক্ত সকলে যেন সচেতন থাকেন, যাতে আমাদের কোনো কার্যক্রমে সাধারণ মানুষের ক্ষতি না হয়। সবারই দায়িত্ব হবে মানুষের পাশে থাকা।”

বক্তারা "জুলাইর চেতনা"কে ধারণ করে ভবিষ্যতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।

(ডিসি/এএস/জুলাই ১১, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test