E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বোয়ালমারীতে সংবাদ কর্মীদের সাথে জামায়াত নেতার মতবিনিময়

২০২৫ জুলাই ১১ ১৫:৩১:২০
বোয়ালমারীতে সংবাদ কর্মীদের সাথে জামায়াত নেতার মতবিনিময়

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে কর্মরত স্থানীয় গণমাধ্যম সাপ্তাহিক চন্দনা ও নজির বাংলা পত্রিকার সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. ইলিয়াস মোল্লা।

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার কাজী হারুন শপিং কমপ্লেক্সে অবস্থিত সাপ্তাহিক চন্দনার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডা. ইলিয়াস মোল্লা বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠানও বটে। আমি এ দল থেকে আদর্শ ও নৈতিকতা শিখেছি।"

স্বাধীনতা যুদ্ধ বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, "আমি তখন ক্লাস টেনের ছাত্র ছিলাম। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে 'জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো' স্লোগান দিয়েছি আমিও। মুক্তিযুদ্ধকে আমি পুরোপুরি সমর্থন করি এবং ছাত্রাবস্থায় ৯ মাস মুক্তিযোদ্ধাদের নানা সহায়তা করেছি। ইচ্ছে করলে আমিও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিতে পারতাম, কারণ সম্মুখ যুদ্ধে অংশগ্রহণকারী অনেকেই আমাকে চেনেন।"

তিনি আরও বলেন, "ইসলামী দলগুলো আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৩০০ আসনেই প্রার্থী রয়েছে। তবে জাতীয় স্বার্থে ও ঐক্যের খাতিরে দল যাকে সমর্থন করবে, জামায়াত তার পক্ষেই কাজ করবে।"

সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপারে তাঁর দৃষ্টিভঙ্গী সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "আমাদের সবার আদি পিতা হযরত আদম (আঃ)। সে হিসাবে আমরা সবাই ভাই ভাই।"

সভায় আরও উপস্থিত ছিলেন সাপ্তাহিক চন্দনার সম্পাদক ও দৈনিক বাংলা৭১ এর বিশেষ প্রতিনিধি কাজী হাসান ফিরোজ, নজির বাংলার সম্পাদক সাইফুল্লাহ নজির মামুন, জামায়াতে ইসলামী পৌরসভার সভাপতি সৈয়দ নিয়ামুল হাসান, চন্দনার নির্বাহী সম্পাদক এস এম রুবেল, কালবেলা প্রতিনিধি রাতুল খান, সাংবাদিক নাগর মিয়া, রুবেল মিনা ও সুলতান খান টিপু প্রমুখ।

(কেএইচএফ/এএস/জুলাই ১১, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test