E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে শিক্ষার্থীদের চমকে দিতে নতুন স্কুল ব্যাগ নিয়ে হাজির ইউ এন ও

২০২৫ জুলাই ১১ ১৫:৪৪:২০
মহম্মদপুরে শিক্ষার্থীদের চমকে দিতে নতুন স্কুল ব্যাগ নিয়ে হাজির ইউ এন ও

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : বৈরি আবহাওয়া উপেক্ষা করে মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহীনুর আক্তার।

এসময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) উপহার দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সুব্রত কুমার সাহা, উপজেলা শিক্ষা অফিসার,আজিজুর রহমান টুটুল, সভাপতি প্রেসক্লাব মহম্মদপুর, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ওয়াসিম উদ্দিন, বিদ্যালয়ের বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক মেহেদী হাসান পলাশ ও প্রেসক্লাব মহম্মদপুরের অন্যান্য সাংবাদিকবৃন্দ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা

গোপীনাথপুর ও চুড়ারগাতি সরকারি প্রাথমিক পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝ বিনামূল্যে (স্কুল ব্যাগ) বিতরণ করেন।

গোপীনাথপুর স্কুলের স্কুল ব্যাগ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা ও চুড়ারগাতি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, আখতারুজ্জামান আক্তার,প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো মাসুদ রানা।

জানা যায়, উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২০২৪-২৫ অর্থায়নে- ৮টি ইউনিয়নের- ১০৪৬ জন ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে এসব স্কুল ব্যাগ বিতরন করা হয়েছে।কোমলমতি শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার হাত থেকে নতুন ব্যাগ পেয়ে আনন্দিত।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহীনুর আক্তার বলেন, শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্য। মাদকমুক্ত সমাজ গড়তে এই সকল কোমলমতি শিশুদেরকে শিক্ষার প্রতি অধিক মনোনিবেশ স্থাপন করানোই আমাদের মুল লক্ষ্য।

(বিএসআর/এএস/জুলাই ১১, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test