E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এসএসসি'র ফল প্রকাশ সোনাতলায় জিপিএ-৫ পেয়েছেন ৩৯৭ জন

২০২৫ জুলাই ১১ ১৫:৪৯:৫৬
এসএসসি'র ফল প্রকাশ সোনাতলায় জিপিএ-৫ পেয়েছেন ৩৯৭ জন

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : এসএসসি পরিক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গত (১০ জুলাই) বৃহস্পতিবার দুপুর ২টায় ফল প্রকাশ করা হয় তবে ইন্টারনেট ব্যস্ততার কারণে ফলাফলের সিট পেতে বিকেল হয়।

এদিকে বগুড়া সোনাতলায় এবার এসএসসিতে ২হাজার ৮'শ ৯৮জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে ২হাজার ৬'শ ৭জন উত্তীর্ণ হয় তারমধ্যে ৩'শ ৯৭জন পরিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন তবে ২'শ ৮৭জন পরিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে এবার পরিক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান গুলো হলো, সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ হতে ১৭০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এরমধ্যে১৬৪ জন পাশ করে এবং জিপিএ-৫ পেয়েছন ৪৩ জন তবে ০৬জন অকৃতকার্য হয়েছে।

সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২১৮ জন শিক্ষার্থীর মধ্যে ১৯২ জন পাশ, ১৮ জন জিপিএ-৫ পেলেও ২৬ জন শিক্ষার্থী ফেল করেছে।

কর্পূর দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ১৮৭ জন শিক্ষার্থীর মধ্যে ১৬৮ জন পাশ, জিপিএ-৫ পেয়েছেন ২১ জন ১৯ জন ফেল।

বালুয়াহাট রাবেয়া রহমান বালিকা উচ্চ বিদ্যালয় ৪১ জন পরিক্ষার্থীর মধ্যে ৩৯জন পাশ ও ১৭জন জিপিএ-৫ পেয়েছেন ২জন ফেল।

বালুয়াহাট উচ্চ বিদ্যালয় ১৬৯ জন পরিক্ষার্থীর মধ্যে ১৪০ জন পাশ, ৩জন জিপিএ-৫ পেয়েছেন ২৯জন ফেল।

মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ৯৩ জন পরিক্ষার্থীর মধ্যে ৭৬জন পাশ, জিপিএ-৫ পেয়েছেন ২জন ১৭জন ফেল।

সুখানপুকুর উচ্চ বিদ্যালয় ৯০জন পরিক্ষার্থীর মধ্যে ৮৯জন পাশ,জিপিএ-৫ পেয়েছেন ২৮জন ১জন ফেল।

সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯০জন পরিক্ষার্থীর মধ্যে পাশ ৮০জন, জিপিএ-৫ পেয়েছেন ৯জন ১০জন ফেল।

ইউনাইটেড উচ্চ বিদ্যালয় ১৬৯জন পরিক্ষার্থীর মধ্যে ১৬২ জন পাশ, জিপিএ-৫ পেয়েছেন ৫২জন ৭জন ফেল।

এনায়েত আলী উচ্চ বিদ্যালয় ৬২ জন পরিক্ষার্থীর মধ্যে পাশ ৫৬জন জিপিএ-৫ পেয়েছেন ৩জন এবং ৬ জন ফেল।

শিচারপাড়া বুলজান উচ্চ বিদ্যালয় ৬৮ জন পরিক্ষার্থীর মধ্যে ৫১ জন পাশ, জিপিএ-৫ পেয়েছেন ২জন, ১৭ জন ফেল।

বয়ড়া উচ্চ বিদ্যালয় ৮৮ জন পরিক্ষার্থীর মধ্যে ৭৫ জন পাশ জিপিএ-৫ পেয়েছেন ২ জন, ১৩ জন ফেল।

হুয়াকুয়া উচ্চ বিদ্যালয় ২৯ জন পরিক্ষার্থীর মধ্যে পাশ ১৮ জন জিপিএ-৫ পেয়েছেন ১ জন ও ১১ জন ফেল।

পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয় ১৫১পরিক্ষার্থীর মধ্যে ১৩৬জন পাশ জিপিএ-৫ পেয়েছেন ১৪জন ও ১৫জন ফেল।

হরিখালী উচ্চ বিদ্যালয় ১৩৪জন পরিক্ষার্থীর মধ্যে পাশ ১৩২জন জিপিএ-৫ পেয়েছেন ১৯জন, ২জন ফেল।

তেকানী চুকাইনগর এ.এম উচ্চ বিদ্যালয় ১০৫জন পরিক্ষার্থীর মধ্যে পাশ ৯৭জন জিপিএ-৫ পেয়েছেন ১৬জন, ৮জন ফেল।

শালিখা উচ্চ বিদ্যালয় ১৬৪জন পরিক্ষার্থীর মধ্যে ১৫৯জন পাশ, জিপিএ-৫ পেয়েছেন ৪৬জন, ৫জন ফেল।

আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিক্ষার্থীর মধ্যে ৮৫জন পাশ ৮২জন, জিপিএ-৫ পেয়েছেন ৩৭জন, ৩জন ফেল।

ভিকনের পাড়া উচ্চ বিদ্যালয় ৮২জন পরিক্ষার্থীর মধ্যে পাশ ৭০জন, জিপিএ-৫ ৬জন, ১২জন ফেল।

লুৎফর রহমান বালিকা বিদ্যালয় ৩৪জন পরিক্ষার্থীর মধ্যে ২৬জন পাশ ৮জন ফেল,

টি এম মেমোরিয়াল একাডেমি ৮৫জন পরিক্ষার্থীর মধ্যে পাশ ৮৪জন জিপিএ-৫ পেয়েছেন ৪০জন ও ফেল ১জন।

সবুজ সাথী উচ্চ বিদ্যালয় ৭২জন পরিক্ষার্থীর মধ্যে পাশ ৪৯জন জিপিএ-৫ পেয়েছেন ৩জন ফেল ২৩জন।

সোনাতলা ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা ৪৭জন পরিক্ষার্থীর মধ্যে পাশ ৪৭জন জিপিএ-৫ পেয়েছেন ৪জন।

জাহানাবাদ আলিম মাদ্রাসা ২২ জন পরিক্ষার্থীর মধ্যে পাশ ১৯জন পাশ ফেল ৩জন, সৈয়দ আহম্মদ মডেল আলিম মাদ্রাসা ৪৫ জন পরিক্ষার্থীর মধ্যে পাশ ৩৪জন ১১জন ফেল।

পাকুল্লা রহমানিয়া দাখিল মাদ্রাসা ৩৩ জনপরিক্ষার্থীর মধ্যে পাশ ৩২জন ফেল ১জন।

মধ্যদিগলকান্দি আব্দুল বাসেদ দাখিল মাদ্রাসা ১৯জন পরিক্ষার্থীর মধ্যে পাশ ১৯জন,

ফুলবাড়িয়া এইচ এম ভি দাখিল মাদ্রাসা ১৯জন পরিক্ষার্থীর মধ্যে পাশ ১৫জন ৪জন ফেল।

তেকানীচুকাইনগর পি এম দাখিল মাদ্রাসা ১৬জন পরিক্ষার্থীর মধ্যে পাশ ১৪জন জিপিএ-৫ পেয়েছেন ১জন ফেল ২জন।

ফজিলা শরীফ বালিকা দাখিল মাদ্রাসা ১৪জন পরিক্ষার্থীর মধ্যে পাশ ১৩জন জিপিএ-৫ পেয়েছেন ১জন ফেল ১জন।

বয়ড়া দাখিল মাদ্রাসা ২৮জন পরিক্ষার্থীর মধ্যে পাশ ২১জন ও ৭জন ফেল।

সুখানপুকুর উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ ১০৭ জন পাশ করেছে ১০০ জন জন ফেল।

বয়ড়া উচ্চ বিদ্যালয় ১৫জন পরিক্ষার্থীর মধ্যে পাশ ১৩ জন ২জন ফেল।

বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজ ১৬৯ জন পরিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৫৫ জন জিপিএ- ৫ পেয়েছেন ৩জন ১৪ জন ফেল।

এনায়েত আলী উচ্চ বিদ্যালয় ৩৫ জন পরিক্ষার্থীর মধ্যে পাশ ২৯ জন ৬ জন ফেল।

হরিখালি উচ্চ বিদ্যালয় ৬৮জন পরিক্ষার্থীর মধ্যে পাশ ৬৬ জন জিপিএ- ৫ পেয়েছেন ১জন ২জন ফেল।

হরিখালী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ২৮ জন পরিক্ষার্থীর মধ্যে পাশ ২৫জন ৩জন ফেল। তবে এবার এসএসসি পরিক্ষায় হুয়াকুয়া উচ্চ বিদ্যালয় এর কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেননি।

(বিএস/এএস/জুলাই ১১, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test