E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রম সচিবের সঙ্গে ফরিদপুরে মতবিনিময় সভা 

২০২৫ জুলাই ১১ ১৮:৫০:২৭
শ্রম সচিবের সঙ্গে ফরিদপুরে মতবিনিময় সভা 

দিলীপ চন্দ, ফরিদপুর : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামানের সঙ্গে ফরিদপুরে স্থানীয় প্রশাসন, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক শ্রম অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক মাসুদা সুলতানা, ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. মনিরুজ্জামান মনির, জেলা কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি নিজামুদ্দিন মল্লিকসহ জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় শ্রম সচিব বলেন, “শ্রম আইন ২০০৬ অনুযায়ী বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পোশাক শিল্পকে কেন্দ্র করে কিছু দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে, যা দেশের অগ্রগতিকে ব্যাহত করার চেষ্টা করছে।” তিনি এ ধরনের ষড়যন্ত্র সম্পর্কে শ্রমিক নেতাদের সচেতন থাকার আহ্বান জানান।

এছাড়া তিনি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের কাছ থেকে তাদের সমস্যার কথা শোনেন এবং সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে শ্রম সচিব ফরিদপুর শহরের গোয়ালচামট সড়কে অবস্থিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের সম্প্রসারিত কার্যালয়ের উদ্বোধন ও পরিদর্শন করেন।

সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের কার্যকর মতবিনিময় ভবিষ্যতে শ্রমিক-মালিক-প্রশাসনের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

(ডিসি/এসপি/জুলাই ১১, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test