E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রেন্ট-এ-কার শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা

২০২৫ জুলাই ১১ ১৮:৫৯:১৯
রেন্ট-এ-কার শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা রেন্ট-এ-কার শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন (২০২৫-২০২৭) স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশনার শেখ মুজাফফর আলী মুসা এবং সদস্য সচিব খায়রুল বাসার সবুজ স্বাক্ষর করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, “অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ফরিদপুর জেলা রেন্ট-এ-কার শ্রমিক ইউনিয়ন রেজি: নং-৩৭৬৪ এর দ্বিবার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হলো।”

নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ সিদ্ধান্তে প্রার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

(ডিসি/এসপি/জুলাই ১১, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test