E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অপহরণের ৩৬ ঘণ্টায়ও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, হয়নি মামলা

২০২৫ জুলাই ১২ ০০:৩১:০৯
অপহরণের ৩৬ ঘণ্টায়ও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, হয়নি মামলা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : অপহরণের ৩৬ ঘণ্টা পরও উদ্ধার হয়নি সাতক্ষীরার তালা উপজেলা সদরের নবম শ্রেণির এক স্কুল ছাত্রী। হয়নি থানায় মামলা।  ফলে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন ভিকটিমের পরিবারের সদস্যরা।

তালা সদরের এক গৃহবধূ জানান, তার মেয়ে স্থানীয় একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়া ও আসার সময় পার্শ্ববর্তী গোনালী গ্রামের (মালোপাড়ার) মাছ ব্যবসায়ি সুকুমার হালদারের বখাটে ছেলে দীগন্ত হালদার তাকে উত্যক্ত করতো। বিষয়টি তাকে জানানোর পর অবহিত করা হয় দীগন্ত হালদারের বাবা, মা ও ভাইসহ স্বজনদের। এতে তারা আরো ক্ষুব্ধ হয়। একপর্যায়ে গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পরিবারেরর সদস্য ও কয়েকজন বন্ধুর সহায়তায় তার মেয়েকে গাড়িতে করে অপহরণ করে। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজির পর মেয়েকে না পেয়ে দীগন্তের বাড়িতে গেলে তাকে হেঁকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার বিকেলে দিগন্তসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অপহরণের ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও তার মেয়েকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এমনকি অভিযোগ দায়েরের ২৮ ঘণ্টায়ও মামলা নেয়নি পুলিশ। অভিযোগ তুলে নেওয়ার জন্য অপহরণকারীদের পরিবারের সদস্যরা হুমকি দিচ্ছে। এমতাবস্থায় তিনি ও পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।

এ ব্যাপারে দীগন্ত হালদার ও তার বাবা সুকুমার হালদারেরর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের ব্যবহৃত মুঠো ফোন বন্ধ পাওয়া যায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাঈনুদ্দীন জানান, অভিযোগ পাওয়ার পর অপহৃত স্কুল ছাত্রীকে পুলিশ ও পরিবারের পক্ষ থেকে উদ্ধারেরর চেষ্টা চলছে। উদ্ধারের চেষ্টা ব্যর্থ হলে মামলা নেওয়া হবে।

(আরকে/এএস/জুলাই ১২, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test