E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরের খানসামায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

২০২৫ জুলাই ১২ ১২:৪৮:৩৭
দিনাজপুরের খানসামায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের খানসামায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় ভাংচুর করা হয়েছে অর্ধশতাধিক মোটরসাইকেল। 

শুক্রবার (১১ জুলাই) রাত ৯ টায় দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনিয়া বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুরের এ ঘটনা ঘটেছে‌। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

দিনাজপুর- ৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি অবসর প্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান ও স্থানীয় বিএনপি নেতা তুহিন গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী, দিনাজপুর-৪ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অবসরপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ অন্তত ২০ জন আহত হন।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনও উত্তেজনা বিরাজ করছে। আহতরা স্থানীয় ও দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন।লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।'

(এসএএস/এএস/জুলাই ১২, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test