E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে লতিফ মাষ্টার ফাউন্ডেশনে ৩ হাজার রোগীর বিনামূল্যে চিকিৎসা

২০২৫ জুলাই ১২ ১৯:৪৭:৫৬
বাগেরহাটে লতিফ মাষ্টার ফাউন্ডেশনে ৩ হাজার রোগীর বিনামূল্যে চিকিৎসা

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট সদরের বেশরগাতী গ্রামে লতিফ মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। আজ শনিবার দিনরব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সচিব মো, সাইদুর রহমান। 

লতিফ মাষ্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিনিয়র সচিব ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে সিনিয়র সচিব মো. মশিউর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর, খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার তৌহিদুল আরিফ, লতিফ মাষ্টার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সিপিএ মো. রফিকুল ইসলাম জগলু, বাগেহরাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, বিএনপির জেলা সমন্বয়ক এম এ সালাম, যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, হার্ট, গাইনী, চক্ষু, নিউরোসহ ২০টি বিভাগের দেশ সেরা ৩০জন বিশেষজ্ঞ চিকিৎসক তিন হাজার রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন। পরে দরিদ্র রোগীদের লতিফ মাষ্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

(এস/এসপি/জুলাই ১২, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test