E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে বালুমহালের দখলে নিতে গুলিবর্ষণ, রাখাল গুলিবিদ্ধ

২০২৫ জুলাই ১২ ১৯:৫৩:২৫
ঈশ্বরদীতে বালুমহালের দখলে নিতে গুলিবর্ষণ, রাখাল গুলিবিদ্ধ

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বালুমহাল দখল নিতে ফের এলাপাথারি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) দুপুরের দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়া ঘাট ও ইসলামপাড়া ঘটে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় সোহান হোসেন (২৮) নামের এক রাখাল গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ সোহান মোল্লা (২৮) ঈশ্বরদীর মাজদিয়া চৌধুরীপাড়ার সাহাবউদ্দিন মোল্লার ছেলে। তাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং পরে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভেড়ামারা, দৌলতপুর, লালপুরসহ বিভিন্ন এলাকার বালুমহালের নিয়ন্ত্রণ করছে নাটোরের লালপুর এলাকার ইজারাদারের ‘কাকন বাহিনী’। তারা ঈশ্বরদী সাঁড়া বালু ঘাট দখল নিতে একাধিকবার চেষ্টা করেন। কিন্তু এ বালুমহালের বৈধ ইজারাদার থাকায় ঘাটের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হন। শনিবার ফের তারা সাঁড়া ঘাটে গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হন সোহান হোসেন।

গুলিবিদ্ধ সোহান হোসেন বলেন, আমি গরুর খাস কাটছিলাম। এসময় একটা স্পিডবোট ও নৌকা নিয়ে হঠাৎ ঘাটে গুলিবর্ষণ শুরু হয়। আমি একটু উঁচু হয়ে দেখতে গেলে গুলি এসে আমার হাতে লাগে। আমি তখন শুয়ে পড়ি। পরে লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাঁড়া ঘাটের সরকারি বৈধ ইজারাদার মেহেদী হাসান বলেন, লালপুরের ইজারাদার আওয়ামী লীগ নেতা কাকন বাহিনীকে দিয়ে বৈধ-অবৈধ সব বালুমহাল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা সরকারি খাতে টাকা দিয়ে বৈধভাবে বালু ব্যবসা করছি। তারা আমাদের কাছে চাঁদা চায়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বারবার এভাবে গুলিবর্ষণ করছে। এভাবে কি ব্যবসা করা যায় ? শুধু আমরা নয়, স্থানীয় কৃষকরাও কাজ করতে পারছে না।

এদিকে ঘটনার পর থেকে ঘাট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকালে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনা শুনেই আমরা ঘটনাস্থলে এসেছি। শুনেছি একজন রাখাল গুলিবিদ্ধ হয়েছেন।

থানার অফিসার ইনচার্জ আব্দুন নূর বলেন, নদীর ভেতরে ঘটনা ঘটেছে। এটি নৌ পুলিশের অধীনে। আমরা ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।

(এসকেকে/এসপি/জুলাই ১২, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test