E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারে অটোচালক ও ব্যবসায়ীদের প্রতিবাদ

২০২৫ জুলাই ১৩ ১৮:১১:৫৮
জামালপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারে অটোচালক ও ব্যবসায়ীদের প্রতিবাদ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর শহরের গেটপার এলাকায় স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাদাবির মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন ওই এলাকার অটোচালক ও ব্যবসায়ীরা। একই সঙ্গে এ ঘটনার নেপথ্যে থাকা পতিত সরকারের দোসরদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন ওই এলাকার লোকজন ও নেতাকর্মীরা। আজ রবিবার সকালে গেটপার এলাকায় তারা এ প্রতিবাদ জানান।

স্থানীয়রা জানায়, পতিত সরকার ক্ষমতায় থাকাকালীন গেটপার এলাকায় সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতেন প্রতিনিয়ত। পতিত সরকার ক্ষমতা না থাকলেও তাদের দোসররা বিএনপির নাম ভাঙিয়ে এখনও করে যাচ্ছে ষড়যন্ত্র। এরই অংশ হিসেবে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে। তারা বিগতদিনে চাঁদাবাজি করে এখন বিএনপির নাম ভাঙাচ্ছে। গত ৫ আগস্টের পর থেকে গেটপার এলাকায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান ও অটোচালকদের কাছে চাঁদা নেওয়ার কোনো ঘটনা ঘটেনি।

গেটপার এলাকার ফল ব্যবসায়ী আশরাফ আলী, আব্দুস সালাম, নাঈমসহ কয়েকজন জানান, পতিত সরকারের আমলে আওয়ামী লীগের কিছু নেতা আমাদের কাছ থেকে চাঁদা উঠাতেন। গত ৫ আগস্টের পর কোনরকম চাঁদা কেউ নিতে আসেনি। কোন বিএনপি নেতা চাঁদা দাবি করেছে কিনা এ বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন, ৫ আগস্টের পর থেকে আমরা স্বাধীন ও চাপমুক্তভাবে ব্যবসা পরিচালনা করছি। কোনো বিএনপি নেতা আমাদের কাছ থেকে চাঁদা দাবি করেন নি। তারা আমাদের বরং সহযোগিতা করছে।

এ প্রসঙ্গে ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন মোশাররফ বলেন, আওয়ামী লীগের দোসররা বিগত দিনে চাঁদা তুলে ব্যবসায়ীদের প্রতিনিয়ত হয়রানি করেছে। তাদের সরকার পতন হলেও তারা এখনও বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে তাদের আটকিয়ে রেখে প্রশাসনের কাছে তুলে দেওয়ার আহবান জানান তিনি।

ওই এলাকায় বসবাসকারী জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান হিরা জানান, একটি চক্র ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। কিছু আওয়ামী লীগের কর্মী ৫ আগস্টের পর বিএনপির নাম ভাঙিয়ে এখনও করে যাচ্ছে ষড়যন্ত্র। প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা বলতে চাই, ৫ আগস্টের পর কোনো চাঁদাবাজি হয়নি, হবেও না। যারা চাঁদাবাজি করবে তাদের ধরে পুলিশে সোপর্দ করার অনুরোধ জানান তিনি।

(আরআর/এসপি/জুলাই ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test