E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আইনজীবী সমিতির চারতলা ভবনের সেই লিফট উদ্বোধন

২০২৫ জুলাই ১৩ ২০:০৩:২৯
আইনজীবী সমিতির চারতলা ভবনের সেই লিফট উদ্বোধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : প্রায় সাড়ে চার বছর পর সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির চার তলা ভবনের সেই লিফট উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকালে সাতক্ষীরার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোঃ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে প্রবীন আইনজীবীদের জন্য কষ্টসাধ্য সিড়ি বেয়ে ভবনের উপরে উঠার অবসান ঘটিয়েছেন।

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির দুটি ভবনের মধ্যবত্তিস্থানে লিফট উদ্বোধনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম, শাহ আলম।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মোঃ মাইনুদ্দীন, পিপি এড. শেখ আব্দুস সাত্তার, জিপি এড. অসীম কুমার মন্ডল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. শেখ এমদাদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম, সাবেক সহ-সভাপতি এড. বাসারাতুল্যাহ আওরঙ্গী বাবলা, বর্তমান সহ-সভাপতি এড. আবুবকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক এড. মোঃ নুরুল আমিন।

উল্লেখ্য, বিগত ২০২১-২২ মেয়াদে জেলা আইনজীবী সমিতির কমিটি আইনজীবী বিশেষ করে প্রবীন আইনজীবীদের বার ভবনের উপরে উঠা-নামার সুবিধার্থে দুটি ভবনের মধ্যবত্তি স্থানে লিফট স্থাপনের সিদ্ধান্ত নেয় এবং লিফট ক্রয় করেন। সেই লিফট স্থাপনের পূর্বেই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে।

এসময় আইনজীবীদের একটি পক্ষ পূর্ববর্তী কমিটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে লিফট স্থাপনে বাধার সৃষ্টি করেন। একপর্যায়ে সংঘাতময় হয়ে উঠে জেলা আইনজীবী সমিতি। এনিয়ে বিবাদমান আইনজীবীরা হামলা মামলা গ্রেপ্তার হন। সৃষ্টি হয় দীর্ঘ অচলাবস্তার। অবশেষে নির্বাচনের মধ্যদিয়ে নতুন কমিটি গঠনের পর সেই লিফট চালু হয়েছে।

(আরকে/এসপি/জুলাই ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test