E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে ব্যবসায়ীকে অপহরণ, খুলনার মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নেতাসহ আটক ৪

২০২৫ জুলাই ১৩ ২০:১৫:৪৩
বাগেরহাটে ব্যবসায়ীকে অপহরণ, খুলনার মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নেতাসহ আটক ৪

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে বাজার থেকে পূর্ব শত্রুতার জের ধরে জিয়াউর রহমান হাওলাদার (৪৬) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় একটি মাইকোবাসসহ খুলনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার সকালের দিকে মোরেলগঞ্জ সড়ক বিভাগের পানগুছি নদীর ফেরি বন্ধ করে ফেরিঘাট থেকে তাদের আটক করা হয়। এসময় মাইকোবাসে থাকা অপহৃত জিয়াউর রহমানকে মুখ বাধা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

মাইকোবাসে থাকা খুলনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মোরেলগঞ্জের হোগলাবুনিয়া গ্রামের এইচ. এম খলিলুর রহমানকে (৪২), খুলনার বটিয়াঘাটা উপজেলার দক্ষিণ মাথাভাঙ্গা গ্রামের আব্দুস সত্তার রাজ (৫৫), তেতুলতলা গ্রামের মোয়াজ্জেম হাওলাদার (৪০) ও আটক করে পুলিশ। মাইক্রোচালক খুলনার নিরালা গ্রীনভিউ এলাকার আমিরুজ্জামান খোকনকে (৫৫) আটক করে। এসময়ে বটিয়াঘাটা থানার দক্ষিণ মাথাভাঙ্গা গ্রামের আব্দুস সত্তার রাজ (৫৫) ও তেতুলতলা গ্রামের মোয়াজ্জেম হাওলাদারকে (৪০) আটক করে পুলিশ। এসময়ে কয়েকটি মোটরসাইকেলে করে অপর অপহরণকারিরা পলিয়ে যায়।

মোরেলগঞ্জ উপজেলার আমতলী গ্রামের মজিদ হাওলাদারের ছেলে অপহৃত ব্যবসায়ি জিয়াউর রহমান জানান, রবিবার (১৩জুলাই) সকাল ৭টার দিকে তিনি বাড়ির কাছে আমতলী বাজারে একটি দোকানে বনে চা খাচ্ছিলেন। এসময় একটি মাইকোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে খুলনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাধারণ সম্পাদক এইচ. এম খলিলুর রহমানসহ ১৫ থেকে ২০ জন লোক সেখানে আসে। এরপর তারা তাকে ধরে মারপিট করে চোখ বেঁধে মাইকোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।

মোরেলগঞ্জে থানার ওসি মো. মতলুুবুর রহমান জানান, টাকা লেনদেন নিয়ে পূর্ব শত্রুতার জের ব্যবসায়ী জিয়াউর রহমানকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এমন খবর শুনে পুলিশের দুটি দল দ্রুত ফেরিঘাটসহ সড়কে তল্লাশী শুরু করে। এক পর্যায়ে ফেরিঘাটে হালকা কালো রংয়ের একটি হাইয়েক্স মাইকোবাস (ঢাকা মেট্রো-চ ১২-০০৬১) মধ্যে ব্যবসায়ী জিয়াউর রহমানকে আহত ও মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। এসময়ে মাইক্রোতে থাকা খুলনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মোরেলগঞ্জের হোগলাবুনিয়া গ্রামের এইচ. এম খলিলুর রহমানসহ ৪ জনকে আটক করা হয়। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

(এস/এসপি/জুলাই ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test