E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিএনপি নেতা রেজাউল

'যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে' 

২০২৫ জুলাই ১৩ ২০:২৩:০৪
'যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে' 

চাটমোহর প্রতিনিধি : "অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে"- পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে এমন উদ্ভট মন্তব্য করেছেন বিএনপি নেতা রেজাউল করিম। তিনি পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য।

গতকাল শনিবার বিকেলে চাটমোহর বালুচর মাঠে বিএনপি আয়োজিত জনসভার আগে তার দেয়া এমন বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ওই বিএনপি নেতা। এ ঘটনায় তাকে ‘পাগল’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বিএনপির নেতারা।

জানা গেছে, ১২ জুলাই বিকালে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন দলের প্রাথমিক মনোনয়ন পাওয়ায় ও জনসভায় যোগ দিতে চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য রাখছিলেন ভাঙ্গুড়ার ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম। বক্তব্যের একপর্যায়ে সিজদা নিয়ে এমন উদ্ভট মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, ‘আর যদি কেউ তার (তুহিনের) বিরুদ্ধে অপপ্রচার করেন বা তার সাথে থেকেও বিরোধিতা করেন, তার প্রতিফলও তারা পাবেন। তার কোনো বিকল্প নাই।’

এ বিষয়ে চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম জানান, ঐ ব্যক্তি যে বক্তব্য দিয়েছে এটা কোন সুস্থ মস্তিষ্কের মানুষের কথা হতে পারেনা। আর চাটমোহরে যেসব নেতারা তাকে এনে এমন মন্তব্য করালেন তাদেরকে সাবধান করে দিচ্ছি, কোন উস্কানিমূলক কথা এবং ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক কোন কর্মকান্ড পরিচালিত হলে সে যত বড় নেতা হোন না কেন আমরা তার দাঁত ভাঙা জবাব দেবো।

এ বিষয়ে চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই উন্মাদ বিএনপি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্তা গ্রহন করা হোক। এর সাথে যারা তাকে এমন বক্তব্য প্রদানে উৎসাহিত করেছে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হোক। এমন বক্তব্য প্রদানের প্রেক্ষিতে চাটমহর উপজেলা সহ সমস্ত দেশে বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে।

এ বিষয়ে জানতে বিএনপি নেতা রেজাউল করিম টাইগারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে তিনি রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, 'আমি ২ জুলাই একটি বক্তব্য দিয়েছিলাম, ভাষাগত ভুলের কারণে আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী এবং আমাকে ক্ষমাদৃষ্টিতে দেখবেন।'

(এসিএইচ/এসপি/জুলাই ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test