E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি

২০২৫ জুলাই ১৪ ১৭:৩০:২৯
ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি

মো: মাহবুবুর রহমান, ঝালকাঠি : মাসব্যাপী জুলাই পদযাত্রার ১৩তম দিনে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে সভার নির্দিষ্ট স্থান থাকলেও সেখানে সভা করতে পারেনি এনসিপির কেন্দ্রীয় নেতারা। গতকাল রবিবার বিকেলে পূর্ব থেকেই ফায়ার সার্ভিস মোড়ে গণমাধ্যম কর্মীসহ আইন শৃংখলা বাহিনী অবস্থান নেয়। তবে সেখানে পৌছে বৈষম বিরোধী ছাত্র-জনতার বাধার মুখে কেন্দ্রীয় নেতারা শহীদ মিনারে সভা করার ঘোষণা দেন। সভা করতে শহীদ মিনারে যাবার পথে আবার বাধাপ্রাপ্ত হয়ে নেতারা শহরের কাপুড়িয়া পট্টি ইসলামী ব্যাংকের সামনে গিয়ে অবস্থান নেয় এবং সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে।

রবিবার বিকেল ৬টায় সমাবেশে নাহিদ ইসলাম বলেন, শুধু আওয়ামী লীগ দেশ ছেড়ে গেলেই হবেনা। দেশকে পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। ২০২৪ সালে বাংলাদেশের সন্তানেরা বুকের রক্ত দিয়ে দেশের জন্য স্বাধীনতা ও মুক্তি এনেছিল। ঝালকাঠির সন্তানেরাও জীবন দিয়ে মুক্তির জন্য লড়াই করেছিল। আপনারা সেই শহীদদের স্মরণ করুন আমরা সেই শহীদদের প্রতি দায়বদ্ধ থেকে আপনাদের কাছে এসেছি। বাংলাদেশে একটি ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সরকার পতনের জন্য শত শত মানুষ মৃত্যুবরণ করেছে কয়েক হাজার মানুষ আহত হয়েছে, এত বড় আত্মত্যাগের পরও বাংলাদেশের মানুষ একটু ভালো থাকতে চায়। বাংলাদেশের মানুষ ভেবেছিল এত রক্তের বিনিময়েও সকল সমস্যার সমাধান হবে। আমরা বলেছিলাম একটা নতুন বাংলাদেশে থাকবো শুধু আওয়ামী লীগ দেশ থেকে চলে গেলেই হবে না। আওয়ামী লীগের যেই সিস্টেম যেই দুর্নীতি যেই চাঁদাবাজি যেই মাফিয়া সিস্টেম সেই সিস্টেমকে বদলাতে হবে। কিন্তু আমরা দেখতেছি বাংলাদেশে সেই সিস্টেম এখনো বদলায়নি। তাই আমরা আবারো রাজপথে নেমে এসেছি আবারও আমরা আপনাদের সাথে কথা বলতে এসেছি আমরা আবারও বলছি আমরা রাজপথে আছি রাজপথে থাকবো।

ঝালকাঠির নেতৃবৃন্দ এলাকার সমস্যার কথা বললেন, নদী ভাঙনের কথা বললেন, দুর্নীতি ও মাদকের কথা বললেন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা তার কথা বললেন, আমরা চাই এমন একটি রাজনৈতিক দল আমরা তৈরি করি যেই দলটা হবে গণমানুষের দল যেই দলটা মানুষের সমস্যা নিয়ে কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে, মানুষের মর্যাদা নিশ্চিত করবে, আমরা কোন চাঁদাবাজ সন্ত্রাসী ও দুর্নীতি মাফিয়া ব্যবসায়ীদের দল হতে চাই না। আমরা চাই যেই দল আপনার সমস্যার কথা বলবে, যেই দল আপনার সমর্থনে পরিচালিত হবে। জাতীয় নাগরিক পার্টি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া একটি দল। আমরা আপনাদেরকে বলতে এসেছি নতুন করে বাংলাদেশে অপসংস্কৃতি তৈরি হচ্ছে, বাংলাদেশে কথা বলতে গেলে থামিয়ে দেয়া হচ্ছে, প্রশাসনকে দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই এই ধরনের ষড়যন্ত্র করে এই ধরনের পায়তারা করে কোন লাভ হবে না।

বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমেছে রক্ত দিয়েছে আবারো রাজপথে নামার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু আমরা বারবার রাজপথে নামতে চাই না দেশের মধ্যে বিভাজন চাই না মতপার্থক্য থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকবে এটাই ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু যদি জনগণের বিরুদ্ধে কেউ দাঁড়ায় তাহলে তার সাথে ঐক্য করা কোনভাবেই সম্ভব নয়।

এদিকে এই সমাবেশ চলাকালে পাশের সড়কেই অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়ী অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে। তাদের অভিযোগ এনসিপির বর্তমান জেলা কমিটিতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের পুনর্বাসন করা হয়েছে।
সমাবেবেশ বক্তব্য রাখেন, এনসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, কেন্দ্রীয় নেতা ডা. সামান্তা শারমিন, ডা. মাহমুদা মিতু।

‎সমাবেশ শেষে ঝালকাঠি ত্যাগ করার সময় ফের প্রতিরোধের মুখে পড়েন এনসিপি নেতারা। শিক্ষার্থীরা তাদের গাড়িবহর আটকে দিয়ে অভিযোগ করেন, ঝালকাঠির এনসিপি ইউনিটে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা অতীতে দখলদারিত্ব ও দমন-পীড়নের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

পরে ‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা মিছিল করে ফায়ার সার্ভিস মোড়ে জড়ো হয়ে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, আহ্বায়ক আল তৌফিক লিখন, সদস্য সচিব রাইয়ান বিন কামাল, মুখপাত্র অনামিকা দত্ত ও যুগ্ম আহবায়ক মাইশা মেহজাবিন।

‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রাইয়ান বিন কামাল বলেন, ঝালকাঠির এনসিপির প্রধান সমন্বয়ক আমাদের সঙ্গে কোনো সমন্বয় না করেই আওয়ামী লীগের লোকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। কমিটি গঠনের সময় আমাদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি।

‎এ বিষয়ে জানতে চাইলে এনসিপির ঝালকাঠি জেলা শাখার প্রধান সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কমিটি গঠনের আগে-পরে আন্দোলনের সঙ্গে যুক্তদের নিয়মিত যোগাযোগ রেখেছি।

(এমআর/এসপি/জুলাই ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test