E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জনগণের দোরগোড়ায় মিলবে ১৩টি ভূমি সেবা

ফরিদপুরে ২৭টি ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন 

২০২৫ জুলাই ১৪ ১৯:১৪:১৫
ফরিদপুরে ২৭টি ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন 

দিলীপ চন্দ, ফরিদপুর : ভূমি সেবায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং সরকারি সেবা সহজলভ্য করতে ফরিদপুরে একসঙ্গে চালু হলো ২৭টি ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’। আজ সোমবার দুপুরে শহরের ফরিদপুর উচ্চ বিদ্যালয় মার্কেট ও সোনালী ব্যাংকের মোড় এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল।

ফরিদপুর পৌর এলাকার ‘ফাবিহা ল্যান্ড কনসালটেন্সি ফার্ম’ (লাইসেন্স নম্বর-১৭) এবং ‘অনলাইন ভূমি সেবা কেন্দ্র’ (লাইসেন্স নম্বর-১৬)-এর উদ্যোগে এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব পিয়াল, অবসরপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা উত্তম কুমার দত্তসহ আরও অনেকে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল জানান, “জেলার বিভিন্ন এলাকায় ২৭টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালুর মাধ্যমে এখন থেকে জনগণ সরকারি ভূমি সংক্রান্ত ১৩টি সেবা নির্ধারিত ফিতে হয়রানিমুক্তভাবে গ্রহণ করতে পারবেন।”

যে ১৩টি সেবা পাওয়া যাবে কেন্দ্রগুলোতে: ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি আবেদন খতিয়ান আবেদন, মৌজা ম্যাপ বা নকশা সংগ্রহ, কবুলিয়ত ফরম পূরণ, সহকারী কমিশনার (ভূমি)-এর নিকট দাখিল, অর্পিত সম্পত্তির লিজ নবায়নের আবেদন, পরিত্যক্ত সম্পত্তির লিজ ও ভাড়ার আবেদন, দাখিল ফি জমা, নকশা গ্রহণ ও বিতরণ, মিস কেস সংক্রান্ত আবেদন, কাগজাদী আপলোড ও দাখিল, অন্যান্য সংশ্লিষ্ট ভূমি সেবা।

সেবা কেন্দ্রগুলোর মাধ্যমে জেলা সদরসহ উপজেলার সাধারণ মানুষ ঘরে বসেই নির্দিষ্ট পয়েন্ট থেকে সরকারি ভূমি সেবা নিতে পারবেন। এ উদ্যোগ সরকারের ‘ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা’ লক্ষ্য পূরণের পথকে আরও সুগম করবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা।

উল্লেখ্য, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে এ ধরনের ভূমি সহায়তা কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ফরিদপুরে এই কার্যক্রমের শুরু নতুন যুগের সূচনা হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।

(ডিসি/এসপি/জুলাই ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test