E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সাতক্ষীরায জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২০২৫ জুলাই ১৫ ০০:২০:৪২
আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সাতক্ষীরায জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : গোপন তথ্যপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সাতক্ষীরায জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৫ টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। আষাড়ের শেষ দিনে অঝোর ধারায় বৃষ্টির মধ্যেও বিপুল সংখ্যক নেতা-কর্মীর স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ও শ্লোগান বিক্ষোভ মিছিলকে প্রাণবন্ত করে তোলে।

মিছিলে নেতৃত্বে ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস কে এম আবু রায়হান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আছিফ ইকবাল, , সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুরুল আলম বাপ্পি,সদস্য সচিব সোহেল রানা , পৌর ছাত্রদলের আহ্বায়ক হাজী আইয়ুব আলী, সদস্য সচিব শাহীন ইসলাম, ছাত্রনেতা জেডএম মাসুদ খান অর্ঘ্য, আসিফ মাহমুদ রিপন,শেখ ফারহান মাসুক, হেলাল হোসেন, ইমদাদুল হক ছোট বাবু, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদ আলম, সাধারণ সম্পাদক মোল্লা সাজউদ্দিন , সিটি কলেজ ছাত্রদলের সভাপতি হেদায়েত হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক নাঈমুর রহমান প্রমুখ।

বিক্ষোভ মিছিলে ‘‘দিল্লি গেছে স্বৈরাচার- পিন্ডি যাবে রাজাকার,মুনাফিকের ঠিকানা-এই বাংলায় হবে না, স্বৈরাচার আর রাজাকার- মিলে মিশে একাকার ‘’সহ বিভিন্ন ধরণের স্লোগান দিয়ে মিছিলটি মুখরিত করে তোলে দলের নেতাকর্মীরা।

(আরকে/এএস/জুলাই ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test