E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলায় দিনভর বৃষ্টি দেখা মেলেনি সূর্যের

২০২৫ জুলাই ১৫ ১৬:১৮:০১
সোনাতলায় দিনভর বৃষ্টি দেখা মেলেনি সূর্যের

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়া সোনাতলায় দিনভর বৃষ্টিতে দেখা মেলেনি সূর্যের স্বস্তি মিলেছে এই উপজেলার কৃষকের মাঝে। গত (১৪ জুলাই) মঙ্গলবার রাত থেকে বৃষ্টির শুরু তবে রাত পেরিয়ে পরের দিনোও প্রচন্ড বৃষ্টি হয়।

অতিরিক্ত বৃষ্টির কারণে একদিকে যেমন উপকার হয়েছে কৃষকদের অন্যদিকে ক্ষতির সম্মুখীন হয়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষজনেরা। খেটে খাওয়া নানা পেশার শ্রমজীবী মানুষ ছাড়াও আটোরিক্সা, ইজিবাইক শ্রমিকদের মাঝে কিছুটা কষ্ট দেখা দিয়েছে। কৃষকেরা জানিয়েছেন,আষাঢ় মাস চলে গেলেও বৃষ্টির তেমন দেখা মেলেনি যদিও আষাঢ় ও শ্রাবণ দু'মাস মাস ঋতুমাস গুলোর মধ্যে বর্ষাকাল।

মহিদুল ইসলাম নামে একজন কৃষক জানালেন বৃষ্টি না হওয়ার কারণে মাঠে এখন পর্যন্ত আমন ধান রোপণ করতে আমরা কেউ পারিনি। গতকাল থেকে বৃষ্টির দেখা মেলায় কিছুটা আশা জেগেছে মনের মাঝে এবং এই রকম বৃষ্টি আর ক'দিন হলে হয়তবা বর্ষা মৌসুমের আমন ধান মাঠে রোপণ করা সম্ভব হবে। যদিও ভিন্ন কথা বলছেন শহরে দাফিয়ে বেড়ানো অটোরিকশা এবং ইজিবাইক এর চালকেরা।

তারা জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে লোকজনেরা ঘর থেকে বাইরে বেরুতে পারছে না সে কারণে আমাদের রোজগারো নেই।সুলতান মাহমুদ নামের একজন শ্রমিক জানালেন বৃষ্টির কারণে আজ কাজে যেতে পারেনি তাই আজ কোনো রোজগার হবেনা।

একজন মুদি দোকানী জানালেন গতরাত থেকে অতিরিক্ত বৃষ্টির কারণে প্রতিদিনের মতো আজ বেচাকেনা হয়নি। কারণ হিসেবে বললেন বৃষ্টি তাই ক্রেতার দেখা নেই বললেই চলে।

(বিএস/এএস/জুলাই ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test