গৌরনদীতে বির্তকিত স্বাস্থ্য কর্মকর্তার বদলী ঠেকাতে মহাসড়ক অবরোধ, সংঘর্ষে আহত ১৫

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বহুল বির্তকিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বদলী করেছেন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা। তার বদলী ঠেকাতে স্থানীয় কতিপয় ডায়াগনস্টিক সেন্টারের দালালের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটা অংকের টাকার বিনিময়ে লোকজন জড়ো করে মহাসড়ক অবরোধ করানো হয়েছিলো। এতে একাধিক অ্যাম্বুলেন্সে মুমূর্ষ রোগীসহ দুরপাল্লার বিভিন্ন যানবাহন আটকা পরে যাত্রীদের চরম ভোগান্তিতে পরতে হয়।
এসময় মুমূর্ষ রোগীবহনকারী অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়ার অনুরোধ করেন স্থানীয় যুব ও ছাত্রদলের নেতাকর্মীরা। এতে ক্ষিপ্ত হয়ে ভাড়াটিয়া লোকজনে হামলা চালিয়ে পাঁচজনকে আহত করে। পরবর্তীতে স্থানীয়রা একত্রিত হয়ে ভাড়াটিয়া লোকজনের ওপর পাল্টা হামলা চালিয়ে মহাসড়ক থেকে তাদের তাড়িয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করেন। হামলা ও পাল্টা হামলায় উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী বাসষ্ট্যান্ডে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, স্বাস্থ্য সেবায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা, টেস্ট বাণিজ্যসহ বিস্তার অভিযোগের ভিত্তিত্বে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের অপসারনের দাবিতে সর্বস্তরের জনতার ব্যানারে ভূক্তভোগীরা ১৪ জুলাই সকালে মানববন্ধন ও বিক্ষোভ করে তার কুশপুত্তলিকা দাহ করেন। একইদিন সন্ধ্যায় খবর আসে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে বির্তকিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে গৌরনদী থেকে বদলী করা হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে চলতি দায়িত্বে থাকা পরিচালক প্রশাসন ডা. এবিএম আবু হানিফের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে বদলীর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, বির্তকিত স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির লেকচারার হিসেবে বদলী করা হয়। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি (অতিরিক্ত) সহকারী সার্জন মেডিক্যাল অফিসার মো. শাহতা জারাব সালেহিনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে স্ব-স্ব কর্মকর্তাকে তাদের বদলীকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
সূত্রমতে, ১৪ জুলাই উপজেলা হাসপাতালের সামনে মানববন্ধন চলাকালীন বির্তকিত চিকিৎসক মনিরুজ্জামানের পছন্দের স্থানীয় নাম সর্বস্ত্র ডায়াগনস্টিক সেন্টারের দালালরা উদ্দেশ্যহীনভাবে মানববন্ধনের সামনে একাধিকবার মহড়া দেয়। এতে আন্দোলনকারীরা আরো ক্ষিপ্ত হয়ে উঠলে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যায় বির্তকিত চিকিৎসক মনিরুজ্জামান।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ অভিযোগ করেন, বদলীকৃত বহুল বির্তকিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের বদলী ঠেকাতে স্থানীয় কতিপয় ডায়াগনস্টিক সেন্টারের দালালের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত সরিকল ও নলচিড়া ইউনিয়ন থেকে জনপ্রতি এক হাজার টাকা করে দিয়ে ভাড়াটিয়া লোকজন জড়ো করা হয়। এছাড়াও হাসপাতালের চিকিৎসক ও নার্সদের চাঁপ প্রয়োগ করে হাসপাতাল থেকে বের করে এনে মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে ওইসব ভাড়াটিয়া লোকজনের সাথে ব্যস্ততম ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর আশোকাঠী বাসষ্ট্যান্ড এলাকায় অবরোধ করা হয়েছিলো। এতে অ্যাম্বুলেন্সে একাধিক মুমূর্ষ রোগীসহ দুরপাল্লার বিভিন্ন যানবাহন আটকা পরে যাত্রীদের চরম ভোগান্তিতে পরতে হয়।
স্থানীয় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি কাজী সোহাগ জানান, মহাসড়ক অবরোধের ফলে আটকা পরা মুমূর্ষ রোগীবহনকারী অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেওয়ার অনুরোধ করেন স্থানীয় যুব ও ছাত্রদলের নেতাকর্মীরা। এতে ক্ষিপ্ত হয়ে ভাড়াটিয়া লোকজনে আকস্মিকভাবে হামলা চালিয়ে তাকেসহ ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ সেলিম ও ছাত্রদল নেতা পারভেজ আকনসহ পাঁচজনকে মারধর করে। এরমধ্যে রক্তাক্ত জখম হওয়া পারভেজ আকনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পরলে এলাকাবাসী একজোট হয়ে মহাসড়ক অবরোধ করা ভাড়াটিয়া লোকজনের ওপর হামলা চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। পরবর্তীতে এলাকাবাসী উপজেলা হাসপাতালের সামনে এক প্রতিবাদ সভা করে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে অনতিবিলম্বে পুরো হাসপাতাল থেকে কতিপয় চিকিৎসকের গড়ে তোলা দালাল সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা নামসর্বস্ত্র ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একইসাথে হাসপাতালের এক নারী দালালের প্রতিবাদ করায় নাটকীয়ভাবে দালাল সিন্ডিকেটের ওই নারী সদস্যকে দিয়ে উপজেলা বিএনপির এক সিনিয়র নেতার বিরুদ্ধে থানায় দায়ের করা মিথ্যে অভিযোগ প্রত্যাহারের দাবি করা হয়। অন্যথায় তারা দালাল মুক্ত হাসপাতালের দাবিতে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারী দিয়েছেন।
বদলী হওয়া ডা. মনিরুজ্জামানের পক্ষ নিয়ে অবরোধ কর্মসূচীতে অংশগ্রহন করা গৌরনদী পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন পাইক বলেন, কর্মসূচী পালনের সময় হামলায় আমাদের পক্ষের নারীসহ ১০ জন কমবেশি আহত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তৌকির আহমেদ বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হঠাৎ বদলীর বিষয়টি পূর্নবিবেচনার জন্য আমরা হাসপাতালের সামনে ৫-৭ মিনিটের জন্য অবস্থান নিয়েছিলাম। পরে হাসপাতালে ফিরে এসে রোগীদের চিকিৎসা দিয়েছি। কর্মসূচী পালনের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
ঘটনাস্থলে উপস্থিত গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, আকস্মিক হামলা ও পাল্টা হামলায় উভয়পক্ষের ১৫ জন আহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থের বিনিময়ে ভাড়াটিয়া লোকজন দিয়ে মহাসড়ক অবরোধ করিয়ে জনসাধারণের জন্য দুর্ভোগ সৃষ্টির অভিযোগের ব্যাপারে বদলীকৃত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামান দীর্ঘদিন থেকে সরকারি চিকিৎসা সেবার পরিবর্তে ব্যক্তিস্বার্থে কমিশন বাণিজ্যে লিপ্ত রয়েছেন। হাসপাতালে সবধরনের সরকারি ল্যাব থাকা সত্বেও সেখানে প্রয়োজনীয় টেস্ট হয় না। রোগীদের ব্যবস্থাপত্রে বিভিন্ন গাণিতিক চিহ্ন লিখে বাহিরের নির্দিষ্ট নামসর্বস্ত্র প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করানো হয়। যেখান থেকে তিনি (মনিরুজ্জামান) ৫০% কমিশন পেয়ে থাকেন।
(টিবি/এসপি/জুলাই ১৫, ২০২৫)
পাঠকের মতামত:
- স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চপর্যায়ের সভা
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬০ হাজার ছাড়াল
- বৈষম্যবিরোধী নেতা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার
- ইসরায়েল পদক্ষেপ না নিলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য
- রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, দেশে দেশে সুনামি সতর্কতা
- গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় মামলা
- ফরিদপুরে রাতের অন্ধকারে একটি সার্বজনীন দুর্গা মন্দির ভাঙচুর
- ‘শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ’
- বৃহস্পতিবার নতুন মুদ্রানীতি ঘোষণা
- ‘জুলাই হত্যাকাণ্ডের বিচার ও জরুরি সংস্কার চায় বিএনপি’
- ‘জুলাই সনদের খসড়া বিষয়ে বিএনপি ইতিবাচক’
- ‘সরকার অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে’
- লংগদুতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত
- সাতক্ষীরা সদরের ডিবি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু
- সাতক্ষীরায় শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি সভা অনুষ্ঠিত
- ফরিদপুরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার
- সিলেটে ডঃ আবদুল মজিদের সভাপতিত্বে স্বাধীনতা বিরোধীদের সভা অনুষ্ঠিত হয়
- কুড়িগ্রামে জুলাই সংগঠক জোবায়ের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
- এশিয়ান কাপে বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ
- নতুন ভোটার হচ্ছেন ৪৪ লাখ ৬৬ হাজার
- আগস্টের শেষে চূড়ান্ত ভোটার তালিকা
- শক্তিশালী হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট, র্যাংকিংয়ে টানা উন্নতি
- বোয়ালমারীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- সালথায় ৬০টি চায়না দুয়ারী জাল জব্দ, এক জেলের জরিমানা
- শীত আসতেই মুখ-হাত-পায়ে চামড়া উঠছে, কী করবেন?
- বেলকুচিতে জনমত জরিপে এগিয়ে বদিউজ্জামানের মোটরসাইকেল
- কমলনগরে জাল ভোট দেয়ার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার আটক
- হিমেল হাওয়ায় কাবু কুড়িগ্রামের মানুষ
- ‘কোন মানুষ অর্থের কাছে চিকিৎসায় হেরে যাবে না, সবাই বাঁচবে’
- ঝিনাইদহে সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি
- রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
- প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা চাঁদের নামে মামলা
- মা
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- পারিবো না
- ঝিনাইদহে বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা প্রদান
- গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় মামলা
- রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, দেশে দেশে সুনামি সতর্কতা
- লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
- অতিরিক্ত ঠান্ডায় ঠাকুরগাঁওয়ে বেড়েছে শিশু রোগীর সংখ্যা
- লক্ষ্মীপুরে বাংলা নববর্ষ উদযাপন
- রোহিঙ্গাদের জোরপূর্বক সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করছে জান্তা
- নৌকার পক্ষে সমর্থন জানানেল এডভোকেট আব্দুল মতিন
- লক্ষ্মীপুরে দোকান ঘর বিক্রির নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
৩০ জুলাই ২০২৫
- গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় মামলা
- ফরিদপুরে রাতের অন্ধকারে একটি সার্বজনীন দুর্গা মন্দির ভাঙচুর
- লংগদুতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত
- সাতক্ষীরা সদরের ডিবি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু
- সাতক্ষীরায় শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি সভা অনুষ্ঠিত
- ফরিদপুরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার