E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এবার গৌরনদী থেকে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারী

২০২৫ জুলাই ১৫ ১৮:২৮:৪০
এবার গৌরনদী থেকে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারী

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশাল নগরীর পর এবার জেলার প্রবেশদ্বার গৌরনদী উপজেলার সংবাদকর্মীরা বিএনপির সকল ধরনের ইতিবাচক সংবাদ বর্জনের হুঁশিয়ারী দিয়েছেন।

আজ মঙ্গলবার সকালের দিকে গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানবন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় সাংবাদিকরা এ হুশিয়ারী দিয়েছেন।

বক্তারা বলেন, গত বছরের ১১ আগস্ট পদ স্থগিত হওয়া কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিনসহ তার পরিবারের বিরুদ্ধে জনগণের ব্যবহার করা কয়েকশ’ বছরের পুরনো একটি পুকুর দখল চেষ্টার অভিযোগে যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশ করেছিলেন আকতার ফারুক শাহিন। সংবাদ প্রকাশের ১১ মাস পর চলতি মাসের প্রথম সপ্তাহে বরিশালের সিনিয়র সাংবাদিক ও দৈনিক যুগান্তর পত্রিকার ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীনের বিরুদ্ধে আদালতে মানহানীর মামলা দায়ের করেন বিএনপি নেত্রী শিরিন।

বক্তারা আরও বলেন, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিতভাবে হয়রানিমূলক মানহানীর অভিযোগে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে বিএনপির ইতিবাচক সকল সংবাদ বর্জন করা হবে।

গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, সিনিয়র সদস্য মো. আসাদুজ্জামান রিপন, খোকন আহম্মেদ হীরা, হানিফ সরদার, সাংবাদিক এসএম জুলফিকার, বিএম বেলাল, বদরুজ্জামান খান সবুজ, মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, জামিল মাহমুদ, হাসান মাহমুদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দরা।

(টিবি/এসপি/জুলাই ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test