E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘জুলাই শহীদদের অসম্মান নয়, ফ্যাসিস্ট-জঙ্গিবাদ নির্মূলে কঠোর অবস্থান নিতে হবে’

২০২৫ জুলাই ১৬ ১৪:৩৪:১০
‘জুলাই শহীদদের অসম্মান নয়, ফ্যাসিস্ট-জঙ্গিবাদ নির্মূলে কঠোর অবস্থান নিতে হবে’

দিলীপ চন্দ, ফরিদপুর : ঢাকা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক বলেছেন, “ফ্যাসিস্ট ও জঙ্গিবাদী অপশক্তির মূল উপড়ে ফেলতে হবে। নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্যরা দেশ ও জাতির জন্য হুমকি। এদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে—তা না হলে জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি আমরা অসম্মান দেখাবো।”

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর পুলিশ লাইন্সে আয়োজিত বিশেষ কল্যাণ সভা ও জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল। এতে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিআইজি রেজাউল করিম আরও বলেন, “পুলিশ জনগণের বন্ধু। এই সম্পর্ক যেন কখনও দুর্নীতির কারণে কলুষিত না হয়। কোনো পুলিশ সদস্য যদি অনিয়ম বা দুর্নীতিতে জড়িয়ে পড়েন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের আইন অনুযায়ী কেউ ছাড় পাবেন না।”

তিনি বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, “আপনারা দেশের সেবক, জনগণের ভরসাস্থল। তাই দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার বিকল্প নেই। জনগণের আস্থা অর্জন করতে হলে নিজেদের আচরণে পরিবর্তন আনতে হবে।”

সভায় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মত্যাগকে জাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়।

(ডিসি/এএস/জুলাই ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test